মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের সিনেপ্লেক্সের সব শাখাতে ‘কাজলরেখা’

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের সিনেপ্লেক্সের সব শাখাতে ‘কাজলরেখা’

এবার ঈদে মুক্তির মিছিলে রয়েছে ১২ সিনেমা। যার মধ্যে অন্যতম ‘কাজলরেখা’। ছবিটির মুক্তির তারিখ কয়েকবার পেছানো হয়েছিল। মাঝে সিনেমাটির লুক, টিজার ও গান প্রকাশ্যে আনা হয়। অবশেষে আর মাত্র দুই দিন পর অর্থাৎ ঈদের দিন প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

নতুন খবর হল, ঈদে দেশের স্টার সিনেপ্লেক্সে সবগুলো শাখাতে চলবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

গিয়াস উদ্দিন সেলিম জানান, ‘বাঙালীর চিরায়ত ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ‘কাজলরেখা’ ছবি। গেল ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও কিছু জটিলতায় ছবিটি মুক্তি দিতে পারিনি। অবশেষে ঈদে আসছি। প্রথমে সিনেমা হল নিয়ে শঙ্কা থাকলেও তা মিটে গেছে। দেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আমাদের ‘কাজলরেখা’। আমাদের কন্টেন্টের দিকে তাকিয়ে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমাদের হলগুলো দিয়েছেন। আশাকরি দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবে।

জ্যেষ্ঠ বিপণন কর্তা ও গণমাধ্যম মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত এবার ঈদের ডজন খানেক ছবি মুক্তির ঘোষণা এসেছে। আমরা সবগুলো সিনেমাকে সমান গুরুত্ব দিচ্ছি। দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ‘কাজলরেখা’ গল্প। সেই জায়গা থেকে দেশের সবগুলো শাখাতে প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছি।’

কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিশ্বজুড়ে মুক্তি পাবে।

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com