শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

প্রবাস ডেস্ক   |   শনিবার, ৩০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার (২৯ মার্চ) বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে উইন রোজারিওকে হত্যার সুষ্ঠু বিচার ও দোষী পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রবাসীরা।

যুক্তরাষ্ট্রস্থ প্রবাসী বেঙ্গলি খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের আয়োজনে উক্ত প্রতিবাদ সমাবেশে নিউ ইয়র্কের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হন। এ হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বেঙ্গলি খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য রোজান রোজারিও এ সমাবেশে বক্তব্য দেন। উইন রোজারিওকে পুলিশ কীভাবে হত্যা করেছেন তার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পুলিশি হত্যাকাণ্ডের শিকার আরও কিছু মানুষের ছবিসহ ঘটনার কথা উল্লেখ করেন। তিনি উইন রোজারিও হত্যাকাণ্ডের জন্য পুলিশসহ নিউইয়র্ক সিটি মেয়রকেও দোষারোপ করেন।

এদিকে প্রবাসের বৃহত্তম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি কমিউনিটির বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ঘোষণা দেন। তা কবে হবে এ বিষয়ে এখনও জানায়নি ওই সোসাইটি।

গত ২৭ মার্চ নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের ওজোন পার্ক এলাকায় নিজ বাড়ির ভেতর বাংলাদেশি যুবক উইন রোজারিওকে গুলি করে হত্যা করে পুলিশ। এ নিয়ে প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com