শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ফুটবল ৭১’ এ শুভর নায়িকা নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   97 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ফুটবল ৭১’ এ শুভর নায়িকা নুসরাত ফারিয়া

‘দেবী’ ছবির পর বেশ বিরতি দিয়ে নতুন সিনেমা নির্মাণ শুরু করছেন পরিচালক অনম বিশ্বাস। এবারের সিনেমার নাম ‘ফুটবল ৭১’। ছবিটিতে নায়ক হিসেবে ঢাকাই ছবির সুপারস্টার আরিফিন শুভ অভিনয় করছেন সে খবর জানানো হয়েছে শুক্রবার। এবার জানা গেল ছবিটিতে শুভর বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন নুসরাত ফারিয়া। নায়িকা নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

রোববার নুসরাত ফারিয়া বললেন, ‘অনম বিশ্বাসের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ৭১ এর ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্পে নির্মিত হচ্ছে ছবিটি। ইতিহাস ও তথ্য নির্ভর একটি কাজঅ। আশা কারি অনমদার সঙ্গে আমার এ জার্নি দারুণ কিছু হবে।’

এর আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়ে শুভ জানিয়েছিলেন, ‘আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।’

২০১৯-২০ অর্থ বছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ছবিটি। ছবিটির প্রেক্ষাপট যেহেতু ১৯৭১ সাল। তাই ছবিটির চিত্রনাট্য নিয়ে বিস্তর গবেষনা করতে হয়েছে পরিচালককে। প্রায় দেড় বছর গবেষণা করে পরিচালক এর চিত্রনাট্য করেছেন বলে জানিয়েছেন।

অনম বিশ্বাস বলেন, ‘ফুটবল ৭১’ নিয়ে প্রায় দেড় বছর ধরে গবেষণা করে চিত্রনাট্যটা কমপ্লিট করেছি। সিনেমাটিতে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব উঠে আসবে। থাকবে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের অবদানের গল্প। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম এই ফুটবল দলের হাত ধরে উড়েছিলো। সেই আবেগের চিত্রায়ণও হবে। এই কাজের সঙ্গে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া যুক্ত হয়েছেন।’

নির্মাতা সূত্রে জানা গেছে , আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আর অন্য চরিত্রে কারা অভিনয় করছেন তা দ্রুতই জানানো হবে।

Facebook Comments Box

Posted ১২:২৬ অপরাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com