রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওই মানুষটিকে আমি ছাড়ব না, কাকে বললেন পরীমণি

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   104 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওই মানুষটিকে আমি ছাড়ব না, কাকে বললেন পরীমণি

পরীমণি ও শরিফুল রাজের সম্পর্ক আজ কেবলই অতীত। বিচ্ছেদের পর উভয় ব্যস্ত নিজেদের গণ্ডির মধ্যে। রাজ ব্যস্ত সিনেমা নিয়ে আর পরীমণি তার সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও কাজ নিয়ে ব্যস্ততায় দিন পার করছেন। সম্প্রতি তাঁদের দুজনের কেউই মিডিয়ার সামনে কোনো মন্তব্য করেননি নিজেদের সম্পর্কে।

তবে সম্প্রতি পরীমণি আনন্দবাজার ডিজিটালের কাছে বিস্ফোরক মন্তব্য করেছেন শরিফুল রাজ প্রসঙ্গে। নায়িকার দাবি, সন্তান রাজ্যে কোন খোঁজ রাখেন না রাজ।

নাম প্রকাশ না করলেও রাজকেই ইঙ্গিত করে পরীমণি বলেন, ‘আমরা যখন আলাদা হয়ে যাই, তখন থেকেই বাচ্চার কোনো খোঁজ নেয়নি সে। বাচ্চাকে ওন (আপন) না করেই কেউ যদি বলে বেড়ায় যে সে বাচ্চাকে ওন করে, সেটাকে ভুয়া ছাড়া আর কী বলা যেতে পারে। ওই মানুষটিকে আমি ছাড়ব না। যাঁরা মায়েরা আছেন, যাঁরা বাচ্চা গর্ভে ধারণ করেন, তাঁরা বুঝবেন, আমি কোন জায়গা থেকে এই কথাগুলো বলছি।’

নায়িকা আরও বলেন, ‘ভুয়া সম্পর্ক দিয়ে বাচ্চাকে ইস্যু করে এখানে কেউ কোনো কিছু বলার বা দাবি করার কোনো সুযোগ নেই। এ পর্যন্ত যে মানুষটি বাচ্চার কোনো খবরই নেয়নি। আর নেবেই–বা কেন? বাচ্চা তো শুধুই আমার। জন্মের পর থেকে বাচ্চার সব দায়িত্বই তো আমি নিয়েছি, আমিই পালন করছি। আমারই থাকবে। বাচ্চার জন্য আর কারোর দরকার নেই। ওই মানুষটির নাম আমি মুখে আনতে চাই না। উচ্চারণই করব না। দরকারও নেই।’

রাজকে নিয়ে পরীর ভাষ্য, ‘ওই মানুষটির প্রতি রাগ, ক্ষোভ, অভিমান আছে। কিন্তু তার প্রতি কোনো আবেগই কাজ করে না আমার। তার প্রতি ভালোবাসা, সম্মান একদমই নেই। আর যেখানে ভালোবাসা, সম্মান থাকে না, রাগ থেকে খেপে গিয়ে একটা কথা বলতে গেলে মানুষ অসম্মানিত হয়। সে আমার বাচ্চার বাবা, এ বিষয়টি তো মুছে ফেলতে পারব না। এ কারণে তাকে নিয়ে অসম্মানজনক কথা মুখে আনতে পারি না। তবে সে যতটুকু অসম্মান ডিজার্ভ করে, সেটুকু থেকে তাকে তো বাঁচাতে পারব না। সেই অসস্মানটা পুরো দুনিয়া নয়, আমিই তাকে করব। কারণ, সে সেটি ডিজার্ভ করে।’

Facebook Comments Box

Posted ১:০৩ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com