রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘হুলস্থুল’ এ নাদিয়া, সঙ্গী মারজুক রাসেল

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   127 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘হুলস্থুল’ এ নাদিয়া, সঙ্গী মারজুক রাসেল

প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সিরিজটিতে তার বীপরীতে দেখা যাবে মারজুক রাসেলকে। ওয়েব সিরিজের নাম ‘হুলস্থুল’। এর গল্প চিত্রনাট্য ও পরিচালনা করছেন ছোটপর্দার নির্মাতা সাগর জাহান।

আগামী ১৫ ডিসেম্বর থেকে কক্সবাজারে সিরিজটির দৃশ্যধারণ হবে বলে জানানো হয়েছে। ৩ টি গল্প নিয়ে ১৫ পর্বের কমেডি ধাঁচের সিরিজটি একটি দেশীয় ওটিটিতে প্রচার হওয়ার কথা রয়েছে।

একটি আটিংকে কেন্দ্র করে সিরিজের গল্প এগিয়েছে। কক্সবাজারে বেড়াতে আসা এক লোক হোটেল সাইমনে একটি আটিং ফেলে যায়। এ নিয়ে ঘটে নানা ঘটনা। এতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘ওয়েব সিরিজটির গল্পই আমাকে কাজে আগ্রহী করেছে। দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন এটি তেমনই। আর আমার অভিনীত চরিত্র নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। আমি চাই দর্শক পর্দায় চরিত্রটি দেখুক।’

নাদিয়া- মারজুক ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেন,প্রিয়াংকা,শামীমা নাজনীন,হারুন মাসুদ প্রমূখ।

নাদিয়া সম্প্রতি ‘সত্য কথা বলতে এসেছি’ নামে মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন। এটি রচনা করেছেন এস এ হক অলিক। আসছে বিজয় দিবসে এটি বিটিভিতে প্রচার হবে। এছাড়া তার হাতে রয়েছে কায়সার আহমেদ ও আল হাজেনের যৌথ পরিচালনায় ‘গোলমাল’, সঞ্জিত সরকারের ‘চিটার এন্ড জেন্টলম্যান’, শামস করিমের ‘বউ দৌড়’ ধারাবাহিক। নাটকগুলোতে ব্যতিক্রমী চরিত্রে হাজির হয়েছেন এই অভিনেত্রী। এ ছাড়া ‘সুনেত্রা সুন্দরম’ নামে শিব রাম শর্মার পরিচালনায় কলকাতার একটি ছবিতে অভিনয় করছন। শিগগিরই এর কাজ শেষ করবেন বলে জানিয়েছেন নাদিয়া।

Facebook Comments Box

Posted ১:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com