রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানমালা হয়ে এলেন কৃতি-কারিনা ও টাবু

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   85 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিমানমালা হয়ে এলেন কৃতি-কারিনা ও টাবু

কারিনা কাপুর, টাবু এবং কৃতি শ্যানন- তিনজনই বিমানবালার লুকে এবার সামনে এলেন! তিন নায়িকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল থেকে নতুন এই ছবি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে, তিনজন বিমানবালার লাল রঙের অফিশিয়াল পোশাক পরে রয়েছেন। তাঁদের মাথায় রয়েছে নীল রঙা টুপি।

কারিনার পোস্টারে লেখা ‘স্টিল ইট’। টাবুর পোস্টারে লেখা রয়েছে ‘রিস্ক ইট’ আর কৃতির পোস্টারে লেখা ‘ফেক ইট’।

মূলত ‘ ক্রিউ’ সিনেমার লুক এটি। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘লুটকেস’ খ্যাত পরিচালক রাজেশ কৃষ্ণাণ। প্রযোজক রিয়া কাপুর এবং একতা আর কাপুর। অথিতি শিল্পী হিসেবে ছবিতে দেখা যাবে কপিল শর্মাকেও।

পোস্টার শেয়ার করে জানানো হয়েছে ছবিটি মুক্তির তারিখ। আগামী ২৯ মার্চেই বড়পর্দায় আসতে চলেছে কমেডিতে মোড়া ছবিটি।

সিনেমার গল্প আবর্তিত হবে তিন পরিশ্রমী বিমানবালার জীবনকে ঘিরে। তারা বিমানের সঙ্গে সঙ্গে নিজেরা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা যাচ্ছেন সেটাই দেখানো হবে এতে।

Facebook Comments Box

Posted ১২:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com