সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নব আনন্দে জাগো ফাগুন উৎসবঃ আফরোজা ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   126 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নব আনন্দে জাগো ফাগুন উৎসবঃ আফরোজা ইসলাম
বসন্ত মানে পূর্ণতা ।বসন্ত মানে নব প্রাণের কলরব।মানুষের মনে দোলা লাগে শিমুল -পলাশের রক্তিম আভা।সেই প্রত্যাশাই শুভ ফাগুন।
`কূহু কূহু শোনা যায়,কোকিলের কূহু তাই
    বসন্ত এসে গেছে।’
কোকিলের ডাক বলে দেয়,বসন্ত এসে গেছে।কিন্তু আমরা যারা নিউইয়র্ক সিটিতে বাস করি কোকিলের কূহু ডাকে নয়,আমাদের সবার প্রিয় শো টাইমস মিউজিকের আলমগীর খান আলম  এর ডাকে জানতে পারি বসন্ত এসে গেছে।বৃহদাকার এই মানুষটির হৃদয়টিও বৃহৎ।
গত ১৮ই ফেব্রুয়ারি ২০২৪ দ্য মেরি লুইস একাডেমি,জ্যামাইকায় ছিল আলম  এর পরিচালনায় `নব আনন্দে জাগো ফাগুন উৎসব।’ পুরো অডিটোরিয়ামটিতে ছিল উৎসবের রব।জীর্ণ পাতার মত সব না পাওয়াকে পেছনে ফেলে সুন্দর এক প্রত্যাশাই ছিল উৎসবে সামিল প্রতিটি মানুষের।ঋতু রাজকে বরণ করতে সাজ সাজ রব।তবলা আর সেতারের সুরে মন্ত্র মুগ্ধ এক রাত ।যন্ত্র সুরের মূর্ছনা আর নৃত্যের তালে তৈরী হয় ভিন্ন এক আবহ।ফাগুন আমাদের মনকে বাঙ্গালী হওয়ার প্রশান্তি দেয়।
শো টাইমস মিউজিকের আলমগীর খান  আলম  এর  একক পরিচালনায় `নব আনন্দে জাগো ফাগুন উৎসব’ এ মেতে উঠেছিল নারী-পুরুষ,তরুন-তরুণী,ছোট ছোট সোনামণিরাসহ বিভিন্ন বয়সের মানুষ।বাসন্তী রংয়ের শাড়িতে সেজেছিল নারীরা।বাদ পরেনি পুরুষের সাজেও।গায়ে জড়িয়েছিল বাসন্তী পান্জাবী।বয়সের বাধা ফ্রেমে নয়।তরুণ আর বৃদ্ধ হওয়ার বিষয়টি নির্ভর করে কোন ব্যক্তির মনের উপর।অনুষ্ঠানটিতে তার প্রমাণ ।বড়দের সাথে নতুন প্রজন্ম চিনতে এসেছে বসন্তের রং।এর জন্য সমস্ত কৃতিত্ব আলম খানের ।তার প্রত্যাশা বসন্তের এই দিনে রঙ্গিন ফুলের মত হয়ে উঠুক মানুষের জীবন এবং এই প্রত্যাশা হোক আমার ,আপনার,সবার।
Facebook Comments Box

Posted ১১:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com