রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পুরস্কার জুটল শাহরুখ খানের

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   133 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুরস্কার জুটল শাহরুখ খানের

গত বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সাফল্য ও আলোচনার শীর্ষে ছিলেন বলিউড নায়ক শাহরুখ খান। কিন্তু স্বীকৃতি হিসেবে পাননি কোনো পুরস্কার। এ বছরের শুরুতে সে খরা কাটল। হাতে উঠল দাদাসাহেব ফালকের সেরা অভিনেতার পুরস্কার

গতকাল রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড-২০২৪’। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার লাভ করেছেন শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

কারিনা কাপুর খান, রানি মুখার্জি, শহিদ কাপুরসহ অনেক তারকা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাঁকজমকপূর্ণ এ মঞ্চে হাজির হয়ে পুরস্কার গ্রহণ করেন শাহরুখ।
জুরি বোর্ডকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ খান বলেন, ‘জুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই, যারা আমাকে সেরা অভিনেতার পুরস্কারের জন্য যোগ্য বলে মনে করেছেন। দীর্ঘ দিন সেরা অভিনেতার পুরস্কার পাইনি। মনে হচ্ছিল, আমি আর এটি পাব না। সুতরাং আমি খুবই আনন্দিত। আমি পুরস্কার পছন্দ করি, আমি একটু লোভী।’

এরপর প্রতিশ্রুতি দিয়ে শাহরুখ খান বলেন, ‘দেশ-বিদেশে যারা বসবাস করেন সবাইকে বিনোদন দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

পাশাপাশি ‘জওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি কুমার, সহশিল্পী নয়নতারা, বিজয় সেতুপাতি, গায়ক রবিচন্দ্রসহ সিনেমা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শাহরুখ।

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা গত বছরের ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পায়। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা।

এছাড়াও অভিনয় করেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামনি। এটি পরিচালনা করেন অ্যাটলি কুমার।

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com