
প্রবাস ডেস্ক | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 133 বার পঠিত | পড়ুন মিনিটে
অমর একুশে বইমেলায় কানাডা প্রবাসী মৈত্রেয়ী দেবীর দুটি বই প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে দোয়েল পাবলিশার লিমিটেড। বইমেলায় বই দুটি পাওয়া যাবে দোয়েল পাবলিশার লিমিটেডের ৪৪৫/৪৪৬/৪৪৭ নম্বর স্টলে।
লেখকের বই দুটির মধ্যে প্রথমটি- ‘তারার মেলা’ এ প্রজন্মের সোনামণিদের জন্য লেখা ছড়াগান। বিশেষ শিশুদের নিয়ে লেখা ও দিদিমণির আসর এক বিভিন্ন অনুষ্ঠানে শিশুদের অনুভূতি নিয়ে লেখা। দ্বিতীয়টি- ‘জন্মভূমি প্রিয়জন’।
মৈত্রেয়ী দেবী মূলত গানের শিল্পী হলেও লেখালেখির ঝোঁক সেই ছোটবেলা থেকেই। পূজা সংখ্যা ও স্কুল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করতেন। গত বছর বই মেলাতে তার দুটি বই ‘ভাবনার করিডোর’ এবং ‘ঝুমরা’ প্রকাশিত হয়েছিল।
এ বছর বইমেলায় প্রকাশিত বই দুটি সম্পর্কে তিনি বলেন, ‘‘তারার মেলা’ সোনামণিদের জন্য লেখা ছড়া গান। আর ‘জন্মভূমি প্রিয়জন’ দেশের প্রিয় মানুষদের নিয়ে কিছু লেখা।’
উল্লেখ্য, বর্তমানে মৈত্রেয়ী দেবী কানাডার টরেন্টো প্রবাসী।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
nykagoj.com | Stuff Reporter