রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সবাই আমাকে আইটেম গানে নাচাতে চায় : পূজা

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   136 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সবাই আমাকে আইটেম গানে নাচাতে চায় : পূজা

টলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। তবে অনেকদিন ধরেই মূলধারার সিনেমাতে দেখা মিলছে না তার। কেন চলচ্চিত্রে অনিয়মিত হয়ে গেলেন এই অভিনেত্রী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা জানান, এখন আর তেমন কমার্শিয়াল সিনেমা তৈরি হয় না, তবে আমার বিশ্বাস আবার সেই সময়টা ফিরে আসবে যখন ওই ধারার সিনেমা তৈরি করবেন পরিচালকরা। কনটেন্ট বেসড সিনেমায় আমাকে কেউ নেয় না। সবাই আমাকে দিয়ে আইটেম গানে নাচাতে চায়, এই ধারার সিনেমাতে আমাকে নিয়ে খুব একটা কেউ ভাবে না।

শুধু কলকাতাতেই নয় মুম্বাইয়েও কাজ করেছে পূজা। হিন্দি বেশ কিছু সিনেমায় দেখা মিলেছে তার। মা হওয়ার পরও সমানতালে দুই জায়গায় কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও দুই ইন্ডাস্ট্রিতে কাজ করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল নায়িকার জন্য।

এ বিষয়ে পূজা বলেন, আমার ছেলে খুব ফ্লেক্সিবল। আমার কাছে ও আশীর্বাদের মত। ওর ৬ মাস বয়স থেকে আমি কাজ শুরু করেছি। আমার মা বা আমার শাশুড়ির কাছে থাকে ও। তবে আমি মিস করি ও কাছে না থাকলে। মা হিসাবে অপরাধ বোধ মনে আসে, সারক্ষণ মনে হয় নিজের বাচ্চাকে ছেড়ে দিচ্ছি।

সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্টেজ শেয়ার করেছেন পূজা। ডিস্কো ডান্সারের সঙ্গে সিনেমায় কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে নায়িকার। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি কাজ করেছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সিনেমায় কাজ করারও ইচ্ছাপ্রকাশ করেন নায়িকা।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব পূজা। যদিও সেখানে অনেক সময় ট্রলের মুখেও পড়তে হয় এই তারকাকে। এ প্রসঙ্গে পূজা বলেন, অনেক কষ্ট করে কেউ এই কাজ করেন, ট্রোল এখন নতুন প্রফেশন। যদিও আমার সবচেয়ে বড় ক্রিটিক আমার স্বামী। তবে ট্রোলারদের কথা এড়িয়ে যাই। আগেও কথা হত, এখনও হয়। শুধু নতুন একটা প্ল্যাটফর্ম হয়েছে। মাঝে মাঝে উত্তর দিতেও ইচ্ছা হয়, আবার সামলে নিই, আর একেবারে পাত্তা দিই না।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পূজার নতুন ওয়েব সিরিজ ‘ক্যাবারে’। উত্‍সব মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন পূজা। এক সরল সাদা মেয়ের সাধারণ জীবন থেকে শহরের রাতের পরী হয়ে ওঠার গল্পে নির্মিত হয়েছে সিরিজটি।

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com