রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খোলা পিঠ, শাড়িতে সৌদি আরবে অনুষ্ঠানে ‘সাহসী’ আলিয়া

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   151 বার পঠিত   |   পড়ুন মিনিটে

খোলা পিঠ, শাড়িতে সৌদি আরবে অনুষ্ঠানে ‘সাহসী’ আলিয়া

পরনে লাল-নীল ও সোনালি প্রিন্টেড ডিজাইনের শাড়ি, সঙ্গে অফ শোল্ডার ব্লাউজ। সৌদি আরবের রিয়াদে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এভাবেই দেখা মিলল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের।

খোলা চুল, কানে লম্বা দুল— আলিয়া মঞ্চে হাজির হয়েছিলেন অনারারি এন্টারটেইনমেন্ট মেকারস অ্যাওয়ার্ড নিতে। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পাপারাজ্জিদের ক্যামেরায় একের পর এক পোজ দিয়ে ছবি তুলেছেন নায়িকা।

এরপর পুরষ্কার নিতে মঞ্চে উঠে ট্রফি হাতে আলিয়া বলেন, ‘সিনেমার জন্য, আমাদের সবাইকে এক ছাদের নিচে আনতে যে দেশ (সৌদি আরব) এত কিছু করছে, সেই দেশে আসতে পারাটা সৌভাগ্যের। এমন এক অনুষ্ঠান আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ।’

অভিনেত্রী বলেন, ‘এটা সত্যিই অসাধারণ একটি রাত। আমি সিনেমার প্রতি আসক্ত, এইটুকুই শুধু জানি। মনে হয় জন্মের সময় ‘লাইটস, ক্যামেরা, অ্যাকশন’- এই কথাগুলোর মাঝেই জন্ম হয়েছিল। আমার কাছে সিনেমা মানে এটাই।’

আলিয়া ভাট আরও বলেন, ‘আজ রাতে যখন বাড়ি ফিরে যাব, আমার সঙ্গে সিনেমার প্রতি ভালোবাসা এবং রিয়াদে এসে যে ভালোবাসা পেয়েছি সেটা সঙ্গে করে নিয়ে যাব। আপনাদের অনেক ধন্যবাদ, এখানে সিনেমার যাদু রয়েছে।’

এদিকে সৌদি আরবে আলিয়া ভাটকে এমন পোশাকে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ তাকে সাহসী বলেও সম্বোধন করেছেন। একজন লিখেছেন, ‘এই পোশাকে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। শাড়িতে খুব মানায়।’

কারো মন্তব্য, ‘আলিয়া যেভাবে শাড়ি পরেন, সেটা সকলেরই পছন্দ। অভিনেত্রীকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে।’ কেউ আবার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হচ্ছেন আলিয়া! প্রশংসা পাচ্ছেন। আপনি এগিয়ে যান!’

আলিয়াকে সবশেষ দেখা দেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। করণ জোহর পরিচালিত এই ছবিতে আলিয়া ছাড়াও ছিলেন রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীকে শীঘ্রই দেখা যাবে পরিচালক ভাসান বালার পরবর্তী ‘জিগরা’ ছবিতে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন করণ জোহর ও আলিয়া নিজেই। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

Facebook Comments Box

Posted ১:২১ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com