রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এমনিতেই নরকে আছি : স্বস্তিকা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   117 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমনিতেই নরকে আছি : স্বস্তিকা

পর্দা কিংবা ব্যক্তিজীবন, বরাবরই আলোচনায় থাকেন ওপার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বিশেষ করে তার ঠোঁটকাটা স্বভাব ও সাহসী মনোভাব নিয়ে বিতর্কেরও শেষ নেই।

সম্প্রতি এসব বিষয় নিয়েই একটি সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আগে পাড়ায় কিছু কাকিমা ছিলেন; যারা সবাইকে নিয়ে নিন্দা করতেন, সবার হাঁড়ির খবর নিয়ে চর্চা করতেন। এখন ফেসবুকটা সেই কাকিমাতে ভরে গেছে। যারা সারাক্ষণ সবকিছু নিয়েই মন্তব্য করতে থাকেন।’

তারকাদের ডিপফেক ভিডিও প্রসঙ্গে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘আমরা নরকে বসবাস করছি। মরে যাওয়ার পর নরকে যাওয়ার দরকার নেই। আমরা এমনিতেই নরকে আছি। আমাদের চারপাশটা নরক হয়ে গেছে। প্রযুক্তি যত সামনে যাবে, আমরাও নরকের আরো গভীরে গিয়ে পৌঁছাব। এ পরিস্থিতিতে মনে হয়, যখন যেটা হবে সেটার সঙ্গে লড়াই করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আপনি কি প্রস্তুতি নিয়ে রাখবেন? কিছুদিন আগে রাশমিকাকে নিয়ে ফেক ভিডিও তৈরি করা হয়। সোশ্যাল মিডিয়ায় দেখে প্রথমে বুঝতেই পারিনি এটা ফেক।’

১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। বাবা-মায়ের পছন্দে এ বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এই নায়িকা; মেয়েই এখন স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড।

Facebook Comments Box

Posted ১:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com