সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘বর্ডার’ ছাড়পত্র পেল ‘সুলতানপুর’ হয়ে, আগামী বছরের শুরুতে মুক্তি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   124 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বর্ডার’ ছাড়পত্র পেল ‘সুলতানপুর’ হয়ে, আগামী বছরের শুরুতে মুক্তি

সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাপন নিয়ে ‘বর্ডার’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন সৈকত নাসির। ছবিটি মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমাও দেওয়া হয়। কিন্তু সেসময় সিনেমাটির নাম ও বেশকিছু দৃশ্য নিয়ে আপত্তি জানান বোর্ড সদস্যরা। ফলে আটকে যায় ‘বর্ডার’ এর যাত্রা। সেই ‘বর্ডার’ এবার হয়ে এলো ‘সুলতানপুর’ নামে।

সেন্সর বোর্ডের আপত্তি অনুযায়ী নাম পরিবর্তন ও দৃশ্য সংশোধন করে ফের জমা দেওয়া হলে এবার আনকাট ছাড়পত্র পায় ছবিটি।

রোববার সঙ্গে আলাপে ছবিটির পরিচালক সৈকত নাসির জানান, ”বর্ডার-এর পরিবর্তিত নাম ‘সুলতানপুর’। ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে এবার। এমনকী সেন্সর বোর্ডের সদস্যরা ফোন করে ছবিটির প্রশংসা করেছেন।”

একই সঙ্গে নির্মাতা জানান, ছবিটি নতুন বছরের শুরুর দিকে অর্থাৎ আগামী জানুয়ারি মাসে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সুলতানপুর ছবির কাহিনি লিখেছেন আসাদ জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরও আছেন সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, অধরা খান, মৌমিতা মৌ, শাহিন মৃধা। সিনেমাটি প্রযোজনা করছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।

Facebook Comments Box

Posted ২:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com