রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অ্যানিম্যালে রণবীরের ঠোঁটে ববির ঠোঁট, যা বলছেন পরিচালক

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   107 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অ্যানিম্যালে রণবীরের ঠোঁটে ববির ঠোঁট, যা বলছেন পরিচালক

গেল ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি পরিচালিত ‘অ্যানিম্যাল’। মাত্র তিন সপ্তাহে সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৯০০ কোটির ব্যবসা করেছে।

এ সিনেমার বিষয়বস্তু থেকে শুরু করে পুরুষ চরিত্রদের নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদ্‌যাপন করেছে ‘অ্যানিম্যাল’, দাবি সমালোচকদের একটা বড় অংশের। এই কারণে বড় পর্দায় সেন্সর বোর্ড বেশ কিছু দৃশ্যে কাঁচিও চালায়। আবার বোর্ডের আগে একটি দৃশ্যে নিজেই কাঁচি চালান পরিচালক।

সিনেমার প্রাথমিক চিত্রনাট্য অনুযায়ী নাকি ক্লাইম্যাক্স দৃশ্যে রণবীরকে মারধর করার আগে চুমু খাওয়ার কথা ছিল ববি দেওলের! তবে সম্পাদনার সময় নাকি পরিচালক বঙ্গা নিজেই সেই দৃশ্য কেটে বাদ দিয়ে দেন।

আগামী বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার সময় নাকি একাধিক বাদ যাওয়া দৃশ্য দেখতে পাবেন দর্শক। অনেকেরই ধারণা ছিল, হয়তো ওটিটিতে দেখা যাবে রণবীর-ববির চুমুর দৃশ্য। কিন্তু না আদতে শেষ মুহূর্তে মত বদলান সন্দীপ নিজেই। এক সাক্ষাৎকারে সন্দীপ বলেন, রণবীর ও ববির মারপিটের দৃশ্যের পর ঠোঁটের কোণে চিলতে হাসির সঙ্গে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ববির। আসলে মানুষটা বুঝতে পারে এটাই তার শেষ। আর সেই উপলব্ধিটা ফুটিয়ে তোলাটাই যথেষ্ট ছিল আমার জন্য।

Facebook Comments Box

Posted ১২:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com