শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ডাঙ্কি’র প্রথম শো ভোর ৫টায়

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   53 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ডাঙ্কি’র প্রথম শো ভোর ৫টায়

শাহরুখ খান মানেই বক্স অফিসে ম্যাজিক। ২০২৩ সালে অন্তত এমন কথা বলাই যায়। প্রথমে ‘পাঠান’, তারপর ‘জওয়ান’। দুই ছবির আয় দুই হাজার কোটি ছাড়িয়ে গেছে। এবার পালা ‘ডাঙ্কি’র। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পাবে ‘ডাঙ্কি’। জানা গেছে, মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে ভোর ৫টা ৫৫ মিনিটে ‘ডাঙ্কি’র শো রয়েছে। শীতের কলকাতাতেও সকালেই শুরু হচ্ছে শো।

বক্স অফিসে বর্তমানে ‘অ্যানিম্যাল’-এর দাপট। নিন্দা-সমালোচনা যতই হোক, ছবির ক্যাশবাক্স কিন্তু উপচে পড়ছে। এর মধ্যেই শাহরুখের আগমনের আভাস ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। প্রথমে মনে করা হচ্ছিল, ‘অ্যানিম্যাল’-এর জনপ্রিয়তায় হয়ত শাহরুখের এই ছবির শুরুটা আশানুরূপ হবে না। কিন্তু শাহরুখ শাহরুখই। তাই সকালের শোয়ের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।

কলকাতার অ্যাক্রোপলিস মলে সকাল সাতটায় ‘ডাঙ্কি’র প্রথম শো। এক্সিকিউটিভ ও প্রিমিয়াম ক্লাসের টিকিট প্রায় বিক্রি হয়ে গেছে। সাধারণ টিকিট কয়েকটা বাকি আছে। আইনক্স মেট্রোতে সকাল আটটার শোয়ের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বাকি প্রেক্ষাগৃহেরও বেশিরভাগ সকালের শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে।

‘পাঠান’ ১০৫০ কোটি টাকা আয় করেছে। ‘জওয়ান’-এর আয় ১১৪৮ কোটি টাকা। অর্থাৎ শাহরুখের দুই ছবির ব্যবসার পরিমাণ ২১৯৮ কোটি টাকা। এবারে ‘ডাঙ্কি’ যদি ৮০২ কোটি টাকা আয় করে নিতে পারে। তাহলেই তিন হাজার কোটির ম্যাজিক ফিগার। সূত্রের খবর, অগ্রিম বুকিংয়েই ১৫ কোটি আয় করে ফেলেছে ‘ডাঙ্কি’।

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com