রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লং আইল্যান্ডে মহান বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   206 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লং আইল্যান্ডে মহান বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অব লং আইল্যান্ড এর উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হলো গত ১৫ ডিসেম্বর শুক্রবার।  এতে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর ‘কি‘ নোট উপস্থাপন করেন কমিউনিটি একটিভিস্ট ও আশা হোম কেয়ারের কর্ণধার আকাশ রহমান।  সাফোক কাউন্টি অব মাইনরিটি অ্যাফেয়ার্স কার্যালয়ে এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় অতিথিরা বলেন, স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং গৌরবের অর্জন। এই দিনটিতেই বাংলাদেশের অনন্য অর্জন সাধিত হয়েছে। যে বিজয় গৌরবের, যে বিজয় মাথা উঁচু করার। বাংলাদেশী কমিউনিটি ছাড়াও অন্যান্য দেশের অভিবাসী এবং মূলধারার ব্যাক্তি বর্গ  এই অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন। অনুষ্ঠানের শুরুতে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের মাঝে কমিউনিটিতে গুরুত্বপূর্ন অবদানের জন্য জান  ফাহিম ও আকাশ রহমানসহ একাধিক ব্যাক্তি ও সংগঠনকে সম্মাননা তুলে দেন আয়োজকরা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারন করেন দুইজন বীর মুক্তিযোদ্ধা। আকাশ রহমান  তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দীর্ঘ নয় মাসের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন ও বীর মুক্তিযোদ্ধার শ্রদ্ধার সাথে স্মরণ করেন । বিদেশী অতিথিরাও বাংলাদেশী কমিউনিটি ও বাংলাদেশের বিজয় নিয়ে নিজেদের মুগ্ধতার কথা জানান। অনুষ্ঠানে বাংলাদেশের বিজয়ের কথা স্বগৌরবে প্রকাশ করেন জেড ডিরেক্ট মর্টগেজের জ্যামাইকা ব্রাঞ্চের প্রধান ফাহিম রহমান। তিনি একটি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশী প্রজন্মকে অনুপ্রানিত করতেই এমন আয়োজন বলে জানান,সংগঠনের সভাপতি জিল্লুর রহমান। সব শেসে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশী জনপ্রিয় গান পরিবেশন করেন শিল্পীরা। গানের পাশাপাশি শিল্পীদের নাচেও দর্শকরা বিনোদিত হন। বাংলাদেশী সংস্কৃতিকে তুলে ধরতে এমন আয়োজন নিয়মিত করা হবে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিল্লুর রহমান।প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন সাফোক কাউন্টি ডেপুটি এসিসট্যান্ট এক্সিিউটিভ ওলগা শিহামী। পরিালনা করেন দেলোয়ার খান। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান ও জান ফাহিম।

Facebook Comments Box

Posted ১১:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com