রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর: নিউইয়র্ক এবং সিঙ্গাপুর

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   322 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর: নিউইয়র্ক এবং সিঙ্গাপুর

 

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) এর বার্ষিক জরিপ অনুসারে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের খেতাব পেলো যৌথভাবে নিউইয়র্ক এবং সিঙ্গাপুর। এই প্রথম নিউইয়র্ক র‌্যাঙ্কিংয়ে শীর্ষে। গত বছরের এক নম্বর তেল আবিব এখন তৃতীয় স্থানে রয়েছে। সামগ্রিকভাবে, বিশ্বের বৃহত্তম শহরগুলিতে জীবনযাত্রার গড় খরচ এই বছর ৮.১% বেড়েছে, EIU সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেনের যুদ্ধ এবং সরবরাহ শৃঙ্খলে কোভিডের প্রভাব এই বৃদ্ধির জন্য দায়ী। ইস্তাম্বুলে মুদ্রাস্ফীতি সবথেকে বেশি ৮৬%, বুয়েনস আইরেস (৬৪%) এবং তেহরানে (৫৭%)। মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি নিউইয়র্কের তালিকার শীর্ষে থাকার অন্যতম কারণ ছিল। লস এঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোও শীর্ষ ১০ -এ জায়গা করে নিয়েছে – এই বছরের শুরুতে, মার্কিন মুদ্রাস্ফীতি ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ছিল। ডলার শক্তিশালী হওয়াও এর পেছনে আরেকটি কারণ। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে আংশিকভাবে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ ৮৮ এবং ৭০ নম্বর স্থান থেকে ৩৭ তম এবং ৭৩ তম স্থানে উঠে এসেছে।

সমীক্ষাটি ১৭৩টি শহরে পণ্য ও পরিষেবার জন্য মার্কিন ডলারে খরচের তুলনা করে। এই বছরের পর্যালোচনায় কিয়েভকে অন্তর্ভুক্ত করা হয়নি। EIU সারা বিশ্বের ১৭২টি শহরের ২০০টিরও বেশি পণ্য এবং পরিষেবা জুড়ে ৪০০টিরও বেশি পৃথক মূল্যের তুলনা করেছে। গবেষণা টিমের প্রধান উপাসনা দত্তর মতে- ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং চীনের শূন্য-কোভিড নীতি সাপ্লাই-চেইনে সমস্যা সৃষ্টি করেছে। ক্রমবর্ধমান সুদের হার এবং বিনিময় হারের পরিবর্তনের সাথে মিলিত হওয়ার ফলে সারা বিশ্বে জীবনযাত্রার ব্যয় সংকট দেখা দিয়েছে। দত্ত বলেন, ”EIU এর সমীক্ষায় ১৭২ টি শহরে গড় মূল্যবৃদ্ধি হয়েছে আমরা যে ২০ বছরের মধ্যে ডিজিটাল ডেটা দেখেছি তার মধ্যে সবচেয়ে শক্তিশালী।”

 

Facebook Comments Box

Posted ২:২৯ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com