শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রভাসের সালারে কেজিএফের রকি ভাই

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   102 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রভাসের সালারে কেজিএফের রকি ভাই

আগামী ২২ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা প্রভাসের সালার সিনেমা। শুরু থেকেই ধারণা করা হচ্ছিল, এই সিনেমার সঙ্গে ‘কেজিএফ’-এর যোগসূত্র থাকবে। কারণ কেজিএফ নির্মাতা প্রশান্ত নীলের পরিচালনায় তৈরি হয়েছে ‘সালার’।

যদিও নির্মাতারা শুরু থেকেই এ বিষয়ে নীরব ভূমিকা পালন করেছেন। দর্শকদের জন্য সকল প্রশ্নের উত্তর যেন ছবিতেই রাখতে চেয়েছেন। তবে এবার ‘সালার’ সিনেমার এক গায়িকার মুখে সেই আভাসেরই সত্যতা মিলল।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, কেরালায় একটি গানের প্রতিযোগিতায় জয়ী হওয়া গায়িকা তীর্থা সম্প্রতি ‘সালার’ সম্পর্কে মন্তব্য করে সবাইকে চমকে দিয়েছেন। গায়িকা বলেছেন, তিনি সালারে গান গেয়েছেন।সিনেমাটির প্রসঙ্গে তীর্থা বলেন, ‘প্রভাস চাচা, যশ চাচা, এবং পৃথ্বীরাজ চাচার সিনেমার অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত আমি।’

গায়িকার এমন মন্তব্যের পরেই ভক্তদের উন্মাদনা আরও বেড়ে গেছে। ‘সালার’ সিনেমায় ‘কেজিএফ’-এর যশ থাকছেন, এমন খবরে দর্শকদেরও আগ্রহের পরিমাণ বেড়েছে। সকলেই বলছে, এতদিন ধরে চলে আসা গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে!

ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ‘সালার’ ট্রেলার। যেখানে কেজিএফের মতোই বিশাল এক সাম্রাজ্যের দেখা মিলেছে। রক্ত, ক্ষমতা, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটির ট্রেলারে অ্যাকশন দৃশ্য ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে প্রভাস নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এই সিনেমা দিয়েই।

প্রশান্ত নীল পরিচালিত সালারে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘সালার পার্ট : ১- সিজফায়ার’।

Facebook Comments Box

Posted ১০:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com