সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বেইনের নির্বাচনে তানভীর-তাজ-শান্তা প্যানেলের বিজয়

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   205 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেইনের নির্বাচনে তানভীর-তাজ-শান্তা প্যানেলের বিজয়

 

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর দ্বিবার্ষিক নির্বাচনে তানভীর-তাজ-শান্তা পরিষদ ঐতিহাসিক জয় লাভ করেছে। আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য সভাপতি পদে তানভীর মুরাদ ও সাধারণ সম্পাদক পদে রাজিবুর রহমান রাজিব নির্বাচিত হন।

 

ক্যামব্রিজের মোর এলিমেন্টারি স্কুলে গত ১০ নভেম্বর শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১০টা এবং ১১ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দু’দিনব্যাপী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর নির্বাচনের ভোট গ্রহন চলে। প্রধান নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান ও মোহাম্মদ আবদুল জলিল চৌধুরী উভয় প্যানেলের সদস্যদের উপস্থিতিতে ভোট গণনা শুরু করেন। বেইন-এর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন ফলাফল ঘোষনা করেন, এতে তানভীর-তাজ-শান্তা পরিষদ কমিটির ১৫টি পদের মধ্যে সভাপতি সহ ১৩টি পদে জয় লাভ করেছেন। বাকী ২টি পদে (সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক) বিজয়ী হন খোকা-সাজু-রাজীব পরিষদ। নব নির্বাচিত সভাপতি তানভীর মুরাদ ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি সকলকে সাথে নিয়ে, সুন্দর কমিউনিটি গড়ার লক্ষ্যে আগামী দুই বছর কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন।

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ীরা হলেন-সভাপতি তানভীর মুরাদ, সহ- সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিবুর রহমান রাজিব, যুগ্ম-সাধারণ সম্পাদক হাশিবুল আমিন সৈকত, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক প্রীতম বড়ুয়া, কোষাধ্যক্ষ ইবনুল হাসান ইপু, যুগ্ম-কোষাধ্যক্ষ সেলিনা চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মাহের নোহা আহমেদ, যুগ্ম-সাংস্কৃতিক সম্পাদক নাসরিন শাহরিয়ার, সমাজ কল্যাণ সম্পাদক ইসতিয়াক আহমেদ, ক্রীড়া সম্পাদক নূর মোহাম্মদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম, গণ-সংযোগ সম্পাদক মাসুদ আকবর, নির্বাহী সদস্য (এক) ইমতিয়াজ উদ্দিন, নির্বাহী সদস্য (দুই) আব্দুল কাদের।

 

 

Facebook Comments Box

Posted ৩:১৫ অপরাহ্ণ | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com