শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা নৌকার মাঝি হতে পারলেন না

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   221 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা নৌকার মাঝি হতে পারলেন না

 

 

প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর হরতাল ও অবরোধের মধ্যেই বাংলাদেশে ১২তম সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শাসক দল আওয়ামী লীগে এখন চলছে ভোটের হাওয়া। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগেও তা বইতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনেক নেতাই সংসদ নির্বাচনে প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছিলেন। অনেকে অবস্থান করছেন বাংলাদেশে। অনেকেই দলের মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশায় মনোনয়নপত্র কিনেছিলেন এবং তা জমাও দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান, ভারজেনিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি আই রাসেল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শেখ জামাল হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা এইচ এম রহিমুজ্জামান সুমন , আতাউর রহমান শামীম ও মোহাম্মদ জাবেদ (মিশিগান)। কিন্তু দিন শেষে তারা কেউই টিকেট পাননি। দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাদের মনোনয়ন দেননি।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নামে তার একজন আত্মীয় মনোনয়ন পত্র কিনে তা জমা দিয়েছিলেন। জ্বনাব রহমান এ কথা স্বীকার করেন। তিনি প্রতিবেদককে বলেন, জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে বগুড়া-১ (সারিয়াকান্দি) আসন থেকে নির্বাচন করতাম। তবে তার সিদ্ধান্তের প্রতি আস্থা রইলো। ডাঃ মাসুদুল হাসান সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচনে আগ্রহী প্রার্থী হিসেবে দলের মনোনয়ন চেয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে বসেই অনলাইনে মনোনয়নপত্র কেনেন ও জমা দেন। প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, নেত্রী তাকে নিউইয়র্কে দলীয় কর্মকান্ডে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই আমি চলবো। মনোনয়ন না পাওয়ায় অখুশি নই। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ জামালপুর-৪ আসন থেকে লড়তে চান । গত ১ বছর ধরে এলাকায় গনসংযোগ করেছেন। কিন্তু দলীয় টিকেট তার কপালে মেলেনি। যুবলীগ নেতা শেখ জামাল হোসেন হঠাৎ করেই দলের মনোনয়ন চেয়েছিলন হবিগঞ্জ-১ আসন থেকে। নিউইয়র্ক মহানগর আওয়াামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক হায়দার কিশোরগঞ্জ-২ আসন , যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা এইচ এম রহিমুজ্জামান সুমন কুড়িগ্রাম-৪ আসন থেকে মনোনয়ন চান । মৌলভীবাজার- ২ (কুলাউড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আতাউর রহমান শামীম। এদিকে দেশে আত্মীয়স্বজনের নির্বাচন উপলক্ষ্যে অনেকেই বাংলাদেশে গিয়েছেন। নিউইয়র্ক মহনগর আওয়ামী লীগের সভাপতি এমদাদ চৌধুরী বাংলাদেশে অবস্থান করছেন। তার ভাই আলমগীর চৌধুরী হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচনের প্রত্যাশা করেছিলেন। কিন্তু ভাগ্যের চাকা এগোয়নি।

Facebook Comments Box

Posted ১:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com