রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাঘব-পরিণীতির দীপাবলি উদযাপনের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   116 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঘব-পরিণীতির দীপাবলি উদযাপনের ছবি ভাইরাল

বিয়ের পরে একসঙ্গে প্রথম দীপাবলি উৎসব উদযাপন পরিণীতি-রাঘব দম্পতির। অভিনেত্রী আদরে, সোহাগে ভরালেন রাঘব চাড্ডাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দম্পতির বেশকিছু ছবি।

তাদের প্রেম, বিয়ে, হানিমুন— সবই ছিল শিরোনামে। এবার ভাইরাল হলো ‌‘রাঘনীতি’র দীপাবলি উদযাপনের ছবি।

গাঢ় মেরুন রঙের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তাতে সিকুইনের কাজ করা। তার সাজ ছিল ছিমছাম। কানে হিরার বড় স্টাড, নো-মেকআপ লুক-গাঢ় লিপস্টিক, খোলা চুলে আলতো বাউন্স। রং মিলিয়ে রাঘব পরেছিলেন কালো ও মেরুন রঙের পাঞ্জাবি। সঙ্গে ছিল ববি প্রিন্টের শাল আর কেতাদুরস্ত হাতঘড়ি। দুজনের মুখেই আনন্দের হাসি। কাঁধে হাত রেখে রাঘবের গালে চুমু খাচ্ছেন পরিণীতি। একসঙ্গে প্রদীপ জ্বালাচ্ছেন, আলো ঘেরা বারান্দায় বসে।

এর আগেও দম্পতির ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানেও রূপালী জরির ভারী এমব্রয়ডারি করা লাল সালোয়ার কামিজ পরেছিলেন অভিনেত্রী। হাতে ছিল বিয়ের গোলাপি চূড়া।

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ধুমধাম করে বিয়ে সারেন এই দম্পতি। কাছের বন্ধু ও পরিবার নিয়ে রাজকীয় আয়োজনে মেতেছিলেন দুজনে। বিয়ের ছবি ও ভিডিওতেও ধরা পড়েছিল দম্পতির রসায়ন।

Facebook Comments Box

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com