শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্দান্ত জয়ের পর দুঃসংবাদ পেল পাকিস্তান

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   94 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্দান্ত জয়ের পর দুঃসংবাদ পেল পাকিস্তান

হারলেই স্বপ্নভঙ্গ, জিতলে টিকে থাকবে শেষ চারের আশা-এমন সমীকরণ নিয়ে শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। কিউইদের ৪০২ রানের পাহাড় তাড়ায় বৃষ্টিভাগ্য আর ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ডিএল মেথডে ২১ রানের জয়ে সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রেখেছে ৯২’ বিশ্বচ্যাম্পিয়নরা।

অবিশ্বাস্য জয়ের পর স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তানকে। বাবর আজমরা শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আজ (রোববার) বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পাকিস্তানের ওপর শাস্তির রায় দিয়েছেন।

আইসিসির নিয়ম অনুযায়ী স্লো–ওভার রেটে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হয়ে থাকে। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তানের দুই ওভার গ্যাপ থাকায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

গতকাল (শনিবার) বেঙ্গালুরুতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান তুলেছিল নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেন রাচিন রবীন্দ্র। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৫ ওভার ৩ বলে এক উইকেট হারিয়ে ২০০ রান তোলে পাকিস্তান।

অপরাজিত সেঞ্চুরি হাঁকান ফখর জামান। ফখরের এমন ঝড়ের মধ্যে আরেক প্রান্তে দাঁড়িয়ে যোগ্য সঙ্গ দেন বাবর আজম। অধিনায়কও তুলে নেন ব্যক্তিগত ফিফটি। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন অবিচ্ছিন্ন ১৯৪ রান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের মধ্যেই হানা দেয় বৃষ্টি। আর সেটা বাবরদের জন্য যেন আর্শীবাদ হয়েই আসে! বৃষ্টিতে খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ডিএল মেথডে ২১ রানের জয় পায় পাকিস্তান।

অবশ্য এমন জয়ের পরও সেমিতে উঠতে কিছু হিসাব মেলাতে হচ্ছে বাবর আজমদের। রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। সেখানে জয় ছাড়াও পাকিস্তানকে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে।

Facebook Comments Box

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com