রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চার দিনে ৫০০ কোটি আয়ের পথে বিজয়ের ‘লিও’

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   114 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চার দিনে ৫০০ কোটি আয়ের পথে বিজয়ের ‘লিও’

দক্ষিণী নায়ক থালাপাতি বিজয়ের নতুন সিনেমা মানেই যেনো সিনেমা হলে উৎসব। সেটা আবারও প্রমাণ হলো। মুক্তির শুরুর দিন থেকে বক্স অফিসে ভালো করেছিলো দক্ষিণী তার অভিনীত ‘লিও’। দ্বিতীয় দিনে ছবিটির আয় প্রায় ৫০ শতাংশ কমলেও তৃতীয় ও চতুর্থ দিনের আয় মিলিয়ে চার দিনেই বিশ্বব্যাপী ৩০০ কোটি ছাড়িয়ে গেছে! বলা যায়, ৫০০ কোটি ঘরে যেতে খুব বেশি দেরি নেই সিনেমাটির!

বলিউড মুভি রিভিউজের বরাতে পিঙ্কভিলা জানায়, মুক্তির প্রথম দিনে ‘লিও’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৪৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে যার আয় কমে দাঁড়ায় ৬৫ কোটি রুপি। তবে তৃতীয় ও চতুর্থ দিনে সিনেমাটির আয় দাঁড়ায় যথাক্রমে ৭৫ ও ৭০ কোটি রুপি। ফলে মোট আয় দাঁড়িয়েছে ৩৫৫ কোটি রুপি। যার ভেতর শুধু মাত্র ভারতেই ছবিটি আয় করেছে ২১৬ কোটি রুপি। যা বর্তমানে ভারতে বিজয়ের ক্যারিয়ারের অন্যতম সর্বাধিক আয়কৃত সিনেমা হিসেবে বিবেচিত।

এর আগে মুক্তির দিনই ‘লিও’ ছবির চিত্রনাট্য ‘দুর্বল’ বলে দাবি জানিয়েছিলেন দর্শক-সমালোচকদের অনেকেই। যার কিছুটা প্রভাব পড়বে এর আয়ে বলে ধারণা করেছিলেন চলচ্চিত্র বিশ্লেষকরা। তবে সপ্তাহান্তে সব কিছুকে উতরে এগিয়ে চলছে বিজয়ের ‘লিও’।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ৩০০ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।

Facebook Comments Box

Posted ১:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com