রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে শুয়ে পরীমণি বললেন, আমি সেলফিস না

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   215 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাসপাতালে শুয়ে পরীমণি বললেন, আমি সেলফিস না

ক’দিন আগেই ‘ডোডোর গল্প’ ছবির শুটিং করছিলেন পরীমণি। শুটিংয়ের সময় কিছুটা অসুস্থতা বোধও করছিলেন। কিন্তু সেসবে পাত্তা না দিয়ে শুটিং চালিয়ে যান। পরে জ্বর নিয়ে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) হাসপাতালে ভর্তি হন পরী। এরপর গত ৪ দিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে এখন কিছুটা সুস্থতার দিকে বলে জানালেন এই নায়িকা।

হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেশ কিছু বিষয়ে উপলব্ধি করেছেন পরীমণি। আর সেই উপলব্ধি তিনি নিজের ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন।

তার মতে, সুস্থ থাকার মত বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝে মধ্যে ছোট খাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না। একটা সময় অনেকের মত আমারও মনে হইতো কারোর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকারও নাই। এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর’ বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চয়ই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে।

তিনি আরও লিখেছেন, আমি মোটেও সেলফিস ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবত আমি ‘যে যেমন আমি তেমন’ লোক হওয়ার চেষ্টা করতেছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হইলো বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন কেবল মাত্র তখনই সুন্দর।

তিনি তার স্টাফদের যত্ন, ভালোবাসা ও আন্তরিকতার কাছে ঋণী। ওদেরই তার পরিবার বলে মনে করছেন।

পোস্টের শেষে পরীমণি লিখেছেন, অ্যান্টিবায়োটিকটা ভালোই কাজ করছে মনে হচ্ছে! যাহোক, মা ছেলের এই ছবি দুইটা কেমন একটা শান্তি শান্তি দেয় না চোখে?

Facebook Comments Box

Posted ১:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com