বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মোদির লেখা গানে কণ্ঠ দিলেন ধ্বনি (ভিডিও)

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   82 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোদির লেখা গানে কণ্ঠ দিলেন ধ্বনি (ভিডিও)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনীতির বাইরে তার আরেকটি প্রতিভা রয়েছে। সেটা হল লেখালেখি। মাঝেমধ্যেই কবিতা লেখেন তিনি, লিখেছেন বেশ কিছু গানও। আজ সকালে মোদির লেখা ‘গারবো’ শিরোনামে গানটি প্রকাশ্যে এসেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘ভাস্তে’ গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া তরুণ গায়িকা ধ্বনি ভানুশালি।

গানটি মূলত গারবা ঘরানার, যা গুজরাটের ঐতিহ্যবাহী নাচের নাম। উৎসবের আমেজ বাড়িয়ে দিতে ঐতিহ্য আর নৃত্যের আশ্রয় নিয়েছেন সংশ্লিষ্টরা। গানের কথায়ও উৎসব ও নবরাত্রীর মহাত্ম ফুটে উঠেছে। গানটির সংগীত পরিচালনা করেছেন তানিস্ক বাগচী।

বিশেষ এই গান নিয়ে টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ ধ্বনি ভানুশালি, তানিস্ক বাগচী এবং জাস্ট মিউজিকের গোটা টিমকে। ভীষণ ভালো লাগলো গারবার এই নতুন ভার্সন। আমি বহু বছর আগে যে গান লিখেছিলাম, সেটা আপনারা দারুণভাবে অ্যারেঞ্জ করেছেন। বহু বছর আমি কিছু লিখিনি। কিন্তু গত কয়েক দিনে আমি নতুন একটা গারবা লিখেছি। নবরাত্রির সময় সেটা শেয়ার করব।’

আসন্ন নবরাত্রি উৎসব উপলক্ষে গানটি প্রকাশ করেছে জাস্ট মিউজিক নামের একটি প্রতিষ্ঠান। প্রযোজনা প্রতিষ্ঠান জাস্ট মিউজিকের মালিক অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানি। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই অসাধারণ, স্মরণীয় গানে যুক্ত হতে পারা সত্যিই গৌরব ও আনন্দের। ‘গারবো’ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি।’

গায়িকা ধ্বনি ভানুশালির কথায়, ‘শ্রদ্ধেয় নরেন্দ্র মোদি, আপনার লেখা এই গরবা গানটি ভীষণ পছন্দ হয়েছে। আমরা একদম নতুন রিদমে একটি ভিন্ন স্বাদের গান বানাতে চেষ্টা করেছি।’

গানের দৃশ্যে গুজরাটি নৃত্যশিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন গায়িকা ভানুশালীও। প্রকাশের মাত্র ৭ ঘণ্টার মধ্যেই এর ভিউ ছাড়িয়েছে সাড়ে ১১ লাখের বেশি।

Facebook Comments Box

Posted ১১:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com