শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১ হাজার কোটির ক্লাবে ‘জওয়ান’, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   143 বার পঠিত   |   পড়ুন মিনিটে

১ হাজার কোটির ক্লাবে ‘জওয়ান’, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ

চলতি বছরের শুরুতে রাজকীয়ভাবে ফিরেছিলেন শাহরুখ খান। ‘পাঠান’ দিয়ে রেকর্ডের খাতা খুলেছিলেন তিনি। ছবিটি হাজার কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে অনন্য নজির গড়েছিল। বছর না গড়াতে ‘জওয়ান’ দিয়ে আবারও ১ হাজার কোটি ক্লাবের ঘরে ঢুকলেন কিং খান।

মাত্র ১৮ দিনেই হাজার কোটির ক্লাবে প্রবেশের মধ্য দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ খান। এখন পর্যন্ত শুধু ভারতে সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমা ‘জওয়ান’।

হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং ডে-এর রেকর্ড ৭৫ কোটি রুপি। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে কম সময়ে ৩০০, ৪০০ ও পাঁচশ কোটির ঘরে প্রবেশ করা প্রথম সিনেমা জওয়ান এবং বিশ্বব্যাপী ১ হাজার কোটির ঘরে প্রবেশ করা সিনেমার মধ্যেও এটি প্রথম। এরমধ্য দিয়ে শাহরুখ খানই প্রথম নায়ক যিনি একই বছরে দুটি হাজার কোটির সিনেমা দিয়েছেন।

স্যাকনিলের সূত্রে, রবিবারেই জওয়ান বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি অতিক্রম করেছে এবং শুধু ভারতেই এটি আয় করেছে ৫৬০.৮৩ কোটি রুপি।

শাহরুখের এমন মাইলস্টোন অর্জনে সাধুবাদ জানিয়ে চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালা লেখেন, ‘শাহরুখই ভারতের প্রথম তারকা যার ১ হাজার কোটির ক্লাবে দুটি সিনেমা রয়েছে! একই ক্যালেন্ডার ইয়ারে দুই সিনেমা দিয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন যা দীর্ঘ সময় রেকর্ড হয়ে থাকবে।’

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। আরও রয়েছেন দিপিকা পাডুকোন, সঞ্জয় দত্ত, প্রিয়মণি, সঞ্জীতা, সানিয়া মালহোত্রা, লেহের খান প্রমুখ।

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com