শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমিরাতে ‘জনকের অনন্তযাত্রা’ মঞ্চায়ন

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   103 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমিরাতে ‘জনকের অনন্তযাত্রা’ মঞ্চায়ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে রচিত নাটক ‘জনকের অনন্তযাত্রা’ মঞ্চস্থ হলো সংযুক্ত আরব আমিরাতে।শনিবার রাতে দেশটির শারজার মাসরা আল কাসবা অডিটোরিয়ামে এটি মঞ্চস্থ হয়। দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের তত্বাবধানে ও হিজল নাট্যমঞ্চের প্রযোজনায় দেশটিতে প্রথমবারের মতো নাটকটি প্রদর্শিত হলো।

মুজিব শতবর্ষ পালন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ৬৪ জেলায় প্রদর্শন শেষে এবার বিদেশের মাটিতেও সুনাম কুড়ালো নাটকটি। এটি রচনা করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যকার মাসুম রেজা।

৭৫ মিনিটের দীর্ঘ এই নাটক ১৩টি দৃশ্যায়নে সাজানো ছিল। যা পিনপতন নীরবতায় উপভোগ করেন প্রায় তিন’শ প্রবাসী বাংলাদেশি। নাটকের প্রতিটি দৃশ্যায়ন ও পটভূমি দর্শক হৃদয়ে দাগ কেটে যায়। অশ্রুসিক্ত নয়নে জাতির জনককে স্মরণ করেন তারা।

নাটক শেষে হল ত্যাগের মূহুর্তে দর্শকরা বলেন, ‘বাঙালি এখনও কাঁদে। এখনও অশ্রুসিক্ত নয়নে স্বাধীনতার মহানায়ক জাতির পিতাকে স্মরণ করে। সেদিন ঘাতকের বুট ও বন্দুকের গুলির আওয়াজে প্রকম্পিত হয় জাতির পিতার বাড়ি। সপরিবারে নিহত হন সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালের বিবর্তনে যাতে এই মহানায়কের অন্তিম যাত্রার ঘটনা প্রবাহ বাঙালি জাতির বিস্মৃত হয়ে না যায় সে জন্যই নিমর্মিত হয়েছে নাটকটি।’

‘জনকের অনন্তযাত্রা’ নাটকে অভিনয় করেছেন ১৮ জন শিল্পী। তন্মধ্যে ১৪ জন প্রবাসী ও ৪ জন ঢাকার অতিথি শিল্পী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন- আজিজুল হাকীম, কামাল, সামছি আরা সায়কা, শিবলী আল সাদিক, এসএম শাফায়েত, রমিজ রাজু, নাজমুল ও সোহরাব। এরা ফুটিয়ে তুলেছেন মাওলানা আব্দুল হালিম, জ্ঞাতীচাচা, নার্স দিপালী, মেজর ডালিম, খন্দকার মোশতাক, মেজর হায়দার, ক্যাপ্টেন মহিউদ্দিন ও পোস্ট মাস্টার চরিত্র। নাটকের সফল মঞ্চায়নের জন্য পর্দার পেছনে কাজ করেছেন আরো অন্তত ১৫ জন প্রবাসী। আমিরাতে নাটকটির মঞ্চায়ন ঘিরে প্রবাসী শিল্পীরা প্রায় চার মাস অনুশীলন করেন। দীর্ঘ অনুশীলনের পর নাটকটির সফল মঞ্চায়ন, বলছেন শিল্পীরা।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, ‘পনের আগস্টের মর্মান্তিক ট্রাজেডির পর জাতির পিতার মরদেহ টুঙ্গিপাড়ায় নেয়ার ঘটনাকে উপজীব্য করে ও ঘটনাপ্রবাহকে অবলম্বন করে এই নাটকটি রচিত হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় মঞ্চায়ন শেষে এবার বিদেশের মাটিতেও এটির সফল মঞ্চায়ন হলো। জাতির পিতার হত্যাকা- ও দাফন নিয়ে ইতিহাস বিকৃতকারীদের জন্য নাটকটি সঠিক জবাব দিচ্ছে। আমিরাত প্রবাসীরা বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা হৃদয়ে নিয়ে নাটকটি দেখেছেন এবং আবেগাপ্লুত হয়েছেন।’

নাটকটির রচয়িতা ও নিদের্শক মাসুম রেজা জানান, ‘তথ্য, তত্ত্ব ও গবেষণার মাধ্যমে সাজানো হয়েছে জনকের অনন্তযাত্রা নাটকের গল্প। যেকারণে ইতিহাস হয়ে উঠেছে গল্প নির্ভর আর গল্পটি হয়েছে ইতিহাস নির্ভর।’

তিনি আরও বলেন, ‘এই যাবৎকাল বিদেশে আমার যত নাটক প্রদর্শিত হয়েছে তার রচিয়তা আমি ছিলাম। কিন্তু এবারই প্রথম বিদেশের মাটিতে নাটকের নিদের্শনা দিয়েছি। বিদেশে এই নাটকের মঞ্চায়নের পরে দর্শকদের এত সাড়া পাবে, মুগ্ধতা পাবে ভাবিনি। আমি ভীষণভাবে আপ্লুত। এই নাটকটি আমিরাতে অন্যকোনো প্রদেশে দেখাতে চাইলেও আমি অনুমতি দিবো।’

Facebook Comments Box

Posted ৯:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com