শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে: হিমি

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   129 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে: হিমি

যখন অভিনয় শুরু করি, সে সময় প্রথম দিকের কয়েকটি নাটকে অল্প সিনে অভিনয়ের সুযোগ পাই। তখন ভাবতাম, কবে নাটকের কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী হবো। এখন যেমন কাজ করছি, এভাবে কাজের স্বপ্নই দেখতাম। স্বপ্ন পূরণ হয়েছে। সব মিলিয়ে বলতে পারেন, এই ব্যস্ততা দারুণভাবে উপভোগ করছি।

হ্যাঁ, খুব দেখি। তবে অবসর সময়ে অন্যদের নাটক বেশি দেখা হয়; কেবল ভুল ধরার জন্য নিজের নাটক দেখি। নাটকে যে চরিত্রে অভিনয় করেছি, সেটি পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তুলতে পারছি কিনা, সংলাপগুলো ঠিকঠাক বলতে পারছি কিনা– এসবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখি।

আমি তো সব ধরনের চরিত্রেই অভিনয় করছি। এ তালিকায় বউ, প্রেমিকা, বস্তির মেয়ে, ধনীর মেয়ে, ঝগড়াটে মেয়ে– সব চরিত্রই রয়েছে। বাস্তব জীবনে বউ সাজার যে প্রশ্ন করেছেন, সেটার উত্তর আমার কাছে নেই। সময় হলেই সেটা হয়ে যাবে। এটা তো উপরওয়ালার ইচ্ছা।

সিনেমায় অভিনয়ের ইচ্ছা কোন অভিনেত্রীর থাকে না সিনেমায় অভিনয় করার ইচ্ছা তো অবশ্যই আছে। তবে আমার ইচ্ছা থাকলেই তো হবে না। যে রকম চরিত্রে ও গল্পে অভিনয় করতে চাই, সে রকম তো পেতে হবে।

Facebook Comments Box

Posted ৭:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com