
বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 210 বার পঠিত | পড়ুন মিনিটে
চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড গড়েছিল শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। ভারতীয় সিনেমা বিশ্লেষকরা বলছেন, পাঠানের সব রেকর্ড ভাঙবে শারুখের ‘জওয়ান’। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি। তার আগেই শাহরুখ খান ভক্তদের উন্মাদনা শুরু হয়ে গেছে। ভারতের মুম্বাই, পুনে, ভাদোদরা, চণ্ডীগড়, লক্ষ্ণৌর কয়েকটি সিনেমা হল ‘জওয়ান’-এর শোয়ের প্রি বুক শুরু করে। ভারতের বাইরেও ‘জওয়ান’ অগ্রিম বুকিং তাক লাগিয়ে দিয়েছে যেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি আন্তর্জাতিক বাজারে জওয়ানের অগ্রিম বুকিং শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ খুব ভালো শুরু করেছে। ইতোমধ্যে ২৮৯টি স্থানে ৪ হাজার ৮০০টি টিকিট বিক্রি হয়েছে, যার দাম প্রায় ৭৪ হাজার ২০০ ডলার। জওয়ানের লোকেশন এবং শো আগামী দিনে বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।
‘পাঠান’ উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে প্রায় ১.৮৫ মিলিয়ন আয় করেছে এবং ‘জওয়ান’ সেই আয়কে ছাড়িয়ে যেতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে সাকনিল্ক। এদিকে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে আরও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মনি, সুনীল গ্রোভার, সান্যা মালহোত্রা প্রমুখ।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
nykagoj.com | Stuff Reporter