সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নারী নির্যাতন ও যৌতুক মামলায় তদন্ত ছাড়া গ্রেপ্তার বন্ধের দাবি

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   309 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী নির্যাতন ও যৌতুক মামলায় তদন্ত ছাড়া গ্রেপ্তার বন্ধের দাবি

বিশ্ব পুরুষ দিবস-২০২২ পালন করেছে এইড ফর মেন ফাউন্ডেশন। এ উপলক্ষে শনিবার সকালে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জড়ো হন সংগঠনটির সদস্যরা। বেলুন উড়িয়ে ও সাইকেল র‌্যালির মধ্য দিয়ে দিবসের উদ্বোধন এবং সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। দিবসের কর্মসূচিতে নারী নির্যাতন ও যৌতুকের মামলায় তদন্ত ছাড়া গ্রেপ্তার বন্ধের দাবি জানানো হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। সাইকেল র‌্যালির উদ্বোধন করেন সাবেক জাতীয় ফুটবল তারকা কায়সার হামিদ।‌ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক ড. এম. হেলাল, বাংলাদেশ চেস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, জাতীয় দাবা খেলোয়াড় এনায়েত হোসেন, ব্যারিস্টার আশরাফ রহমান, এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম নাদিম প্ওরমুখ।

ঢাকা জেলার সভাপতি হাদিউজ্জামান পলকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এইড ফর মেন ফাউন্ডেশন ঢাকা জেলার সহ-সভাপতি জনাব ইফতেখার হোসেন। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এইড ফর মেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেন প্রমুখ।

এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, ‘বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা যায় নারী নির্যাতন ও যৌতুকের মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে পুরুষ। পাশাপাশি এই আইনগুলোতে জামিন কঠিন হওয়ার কারণে এক শ্রেণির সুবিধাবাদী নারী ইচ্ছে করেই এই মামলাগুলোকে পুরুষ নির্যাতন ও পুরুষকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অজামিনযোগ্য ধারার কারণে একজন পুরুষের বিরুদ্ধে অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন। বিচারের আগেই বানিয়ে ফেলা হচ্ছে অপরাধী। তাকে খাটতে হচ্ছে জেল। সুস্পষ্ট তদন্ত ছাড়া শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। আমরা অনতিবিলম্বে এই আইনগুলোর সংশোধন চাই।’

প্রধান অতিথি পীরজাদা শহীদুল হারুন তার বক্তব্যে বলেন, ‘আমাদের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা আছে। কিন্তু এখন আইনের অপব্যবহার হচ্ছে। তদন্ত ছাড়া পুরুষকে অযাচিত গ্রেপ্তার বন্ধ এবং আইনের আইনের সংস্কার করা এখন জরুরি।’

এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক খান বলেন, ‘নারী পুরুষের সমান অধিকার কোথায়? চাকরির ক্ষেত্রে নারীরা বিশেষ কোটা পায়। এখানেও পুরুষ চরম বৈষম্যের শিকার।’

এবারের আন্তর্জাতিক পুরুষ দিবস-২০২২ এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল- Helping Men and Boys। দিবসটিতে যারা অংশ নেন সবাইকে সার্টিফিকেট ও টি-শার্ট প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com