ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 238 বার পঠিত | পড়ুন মিনিটে
সিলেটে বিএনপির গণসমাবেশের দুই দিন আগে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত নগরীতে দফায় দফায় মহড়া দিয়েছে ছাত্রলীগ। জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে কয়েকশ মোটরসাইকেল নিয়ে তারা হঠাৎ মাঠে নামে। ওই সময় নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোটরসাইকেলের বিশাল বহর ও হুইসেল বাজানোর ফলে স্থানীয় ব্যবসায়ী ও অনেক পথচারী আতঙ্কে নিরাপদে অবস্থান নিতে দেখা যায়। মহড়াকালে ‘হই হই রই রই, ছাত্রদল গেল কই, যুবদল গেল কই’- স্লোগান দেন নেতাকর্মীরা।
বিকেল সাড়ে ৪টার দিকে সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সমাবেশের পার্শ্ববর্তী চৌহাট্রা মোড়ে অবস্থান নেন। সেখানে কিছু সময় অবস্থান ও স্লোগানের পর জিন্দাবাজার-বন্দরবাজার সড়কে বিভিন্ন স্লোগান দিয়ে মহড়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল ৫টার দিকে আবার জেলরোড এলাকা থেকে আরেকটি মোটরসাইকেল মহড়া জিন্দাবাজার-চৌহাট্রা সড়ক অতিক্রম করে।
এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ বলেন, ছাত্রলীগ সিলেটবাসীর পাশে রয়েছে। কাউকে আতঙ্কিত না হতে আমরা মাঠে জানান দিয়েছি। বিএনপির সমাবেশকে ঘিরে যাতে কেউ কোনো বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য সিলেটবাসীকে আহ্বান জানিয়েছি।
মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানিয়েছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ মাঠে রয়েছে।
তিনি জানান, নগরীতে ছাত্রলীগ যে মিছিল বের করেছিল তা বিএনপির সমাবেশের দিকে যেতে দেওয়া হয়নি। রিকাবীবাজার ও চৌহাট্রা এলাকা পুলিশ মোতায়েন রয়েছে।
Posted ১:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
nykagoj.com | Stuff Reporter