শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে নদ-নদীর পানি অপরিবর্তিত

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ২১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   90 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জে নদ-নদীর পানি অপরিবর্তিত

সুনামগঞ্জে নদ-নদীর পানি অপরিবর্তিত রয়েছে। এখনও জেলার কোথাও বন্যা পরিস্থিতির তৈরি হয়নি। ছাতক ছাড়া নদীর সবগুলো পয়েন্টেই বিপদসীমার নিচ থেকে পানি প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ শহরের পাশ থেকে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার নিচ থেকে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া দিরাইয়ে সুরমা নদীর পানি বিপদসীমার ১ দশমিক ২২ মিটার এবং ভারতের আসাম থেকে নেমে আসা পাহাড়ী নদী যাদুকাটার পানি ২ দশমিক ৩৩ মিটার নিচ থেকে প্রবাহিত হচ্ছে। কেবল ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপর থেকে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, এখনো বন্যা পরিস্থিতির তৈরি হয়নি। আতঙ্কের কিছু নেই। নদী ও হাওরে পানি ধারণ ক্ষমতা আছে।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। তবে বন্যার আগাম প্রস্তুতি হিসেবে ২ হাজার প্যাকেট শুকনো খাবার, ২৬ লাখ টাকা, ৬০০ মেট্রিক টন চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পর্যাপ্ত জরুরি জলযান প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

Posted ২:০৪ অপরাহ্ণ | বুধবার, ২১ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com