রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ২৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   150 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে

পাবনায় নির্মাণাধীণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

ভানুয়াতুর পতাকাবাহী ‘এমভি আনকা স্কাই’ জাহাজটি পণ্য নিয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এক হাজার ১৪৯ মেট্রিকটন পণ্য নিয়ে গত ২৮ এপ্রিল রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। খালাস শেষ হলে এই মালামাল সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে ‘আনকা সান’ নামের একটি জাহাজে গত ৬ মে রাশিয়া থেকে ১ হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিকটন পণ্য আসে মোংলা বন্দরে।

এদিকে আগামী ১৫ দিনের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে আরেকটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১:২০ অপরাহ্ণ | সোমবার, ২৯ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com