
সারাদেশ ডেস্ক | শনিবার, ০৬ মে ২০২৩ | প্রিন্ট | 108 বার পঠিত | পড়ুন মিনিটে
‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাগুরা সদরের রায় গ্রামে দুই কৃষকের আড়াই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে মাগুরা আর্দশ কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকালে সদরের রায়গ্রাম মাঠে কুবরার বিলে আদর্শ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এ ধান কাটায় অংশ নেয়। এ সময় রায় গ্রামের নামুল মিনা, মশিয়ার মন্ডল এর আড়াই বিঘা জমির ধান কেটে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
শ্রমিক সংকটের কারণে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় থাকায় কৃষক নামুল মিনা ও মশিয়ার মন্ডল এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাগুরা আদর্শ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান বলেন, এ বছর তীব্র গরম, ঝড় বৃষ্টিসহ নানা কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। যে কারণে কৃষকরা সময়মতো জমি থেকে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশ ও কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে মাগুরা আদর্শ কলেজ শাখা ছাত্রলীগ কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে।
Posted ১২:১৬ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩
nykagoj.com | Stuff Reporter