শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লামায় ৫১ রোহিঙ্গা আটক

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   192 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লামায় ৫১ রোহিঙ্গা আটক

বান্দরবানের লামায় ৫১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। বুধবার দুপুরে উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা চেকপোস্টে চকরিয়াগামী বাস ও আলীকদমগামী একটি জিপ গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা পুলিশকে জানিয়েছে, তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন জেলা-উপজেলায় থাকতেন। বর্তমানে তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

সূত্র জানায়, আলীকদম থেকে যাত্রীবাহী একটি বাসযোগে ২১ জন রোহিঙ্গা চকরিয়া উপজেলা ও চকরিয়া থেকে ৩০ জন জিপ গাড়ি যোগে আলীকদম উপজেলায় যাচ্ছিলেন। এ সময় সড়কের ইয়াংছা চেকপোস্টে কর্মরত পুলিশের ইনচার্জ আবুল হাসেম মির্জার নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা উভয় গাড়িতে তল্লাশি চালায়। এক পর্যায়ে দুই গাড়িতে থাকা ৫১ জনকে বাংলাদেশের ভোটার আইডি কার্ড ও বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয়।

আটকরা জানান, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে বের হয়ে তারা দুর্গম পাহাড়ি এলাকায় বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন বাগানে শ্রমিকের কাজ করতেন।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আটকদের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com