শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক মেয়র জাহাঙ্গীর ও তার মা

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ২৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   129 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক মেয়র জাহাঙ্গীর ও তার মা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। এছাড়া তার মা জায়েদা খাতুনও মেয়র পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুজনই মনোনয়নপত্র জমা দেবেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খান আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনিও বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ মোট ২৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের ফরম তুলেছেন ৪৫১ জন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ৯ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট ২৫ মে।

রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ১৯১ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী বুধবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ দিন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী ও সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল (স্বতন্ত্র), গণফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব মো. আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, মো. রাজু আহমেদ (জাকের পার্টি), সরকার শাহনুর ইসলাম রনী (স্বতন্ত্র), হারুন অর রশীদ (স্বতন্ত্র), আবুল হোসেন (স্বতন্ত্র) ও মোকলেছুর রহমান (স্বতন্ত্র)।

Facebook Comments Box

Posted ১:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com