মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চরফ্যাসনে সাবেক সচিব মেজবাহ উদ্দিনের ঈদ শুভেচ্ছা বহরে হামলা, আহত ১৫

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   127 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরফ্যাসনে সাবেক সচিব মেজবাহ উদ্দিনের ঈদ শুভেচ্ছা বহরে হামলা, আহত ১৫

ভোলার চরফ্যাসনে হামলার শিকার হয়েছে সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনের ঈদ শুভেচ্ছা বহর। সোমবার বিকেলে চরফ্যাসন উপজেলার চেয়ারম্যান বাজারে তাঁর বহরে হামলার ঘটনা ঘটে। হামলায় তাদের ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন মেজবাহ উদ্দিন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম হাওলাদারের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

মেজবাহ উদ্দিন বলেন, ‘ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ২২ ইউনিয়নের মধ্যে আজকে শেষ ইউনিয়ন ছিল হাজারিগঞ্জ । ওই ইউনিয়নের চেয়ারম্যান বাজারে আমি পৌঁছালে স্থানীয়রা আমার সঙ্গে দেখা করতে আসেন। দেড়শ থেকে দুইশ লোক হয়ে যায়, লোকজনের বেশ বড় সমাগম হয়ে যায়। হঠাৎ করে পেছনের দিকে মারামারি শুরু হয়। আমার সঙ্গে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন তিনি বললেন যে সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের লোকজন হামলা চালিয়েছে আমাদের লোকজনের ওপর। তবে যেহেতু এখানে আমার প্রচুর আত্মীয়-স্বজন রয়েছে, হামলাকারীরা সুবিধা করতে পারেনি। স্থানীয়রাই প্রতিরোধ গড়ে তুলেছে। আমাদের মধ্যেকার ১৫ জন আহত হয়েছে। দুজন সাংবাদিকদের আহত করা হয়েছে। তাদের হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়েছে। বাজার থমথমে হয়ে উঠলেও পুলিশ এসে হামলাকারীদের ফিরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।’ চরফ্যাশন কলেজ রোডে শ্বশুরের বাসায়ও হামলা চালানো হয় বলে জানান মেজবাহ উদ্দিন। এ সময় মেজবাহ উদ্দিনের স্ত্রী সেখানে ছিলেন। শখানেকের মতো লোকজন শ্বশুরের বাসায় এসে স্লোগান দিয়ে হামলা চালায়। আমি জানতে পারি, স্থানীয় মনজু কাউন্সিলের নেতৃত্বে এ হামলা চালায় স্থানীয়রা।’

এ হামলার ঘটনায় মিজানুর রহমান সোহাগ, মো: মাকিন উল্লাহ, রাজন কবির, ইব্রাহিম, আল মামুন, নোমান ও ইয়াসিনসহ তার ১৫ জন লোক আহত হয়েছেন বলে জানান মেজবাহ উদ্দিন। আদিত্য জাহিদসহ স্থানীয় দুই সাংবাদিকও আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাজারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার ও তাঁর সমর্থকরা ঈদ পূনর্মিলনী শেষে বাজারে মিলিছ বের করে। একই সময়ে সাবেক সচিব মেজবাহ উদ্দিন ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান। এসময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির (হাতাহাতি) ঘটনা ঘটেছে। মেজবাহ উদ্দিন তাৎক্ষণিক বাজারের একটি দোকানে ঢুকলে দোকানি সাটার বন্ধ করে দেন। পরে শশীভূষণ থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।

সেলিম হাওলাদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাপ্তাহিক বাজারের দিন সাবেক সচিব মেজবাহ উদ্দিনসহ তাঁর লোকজন বাজারে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে রাস্তার পাশের ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে বিবাদ সৃষ্টি হয়। এ সময় ব্যবসায়ী ও তার লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হলে আমি গিয়ে থামিয়ে দেই।’ এসময় ধাক্কা লেগে পড়ে মাথায় আঘাত পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

চরফ্যাসন উপজেলা আওয়ামী লীলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের (আওয়ামী লীগের) কোনো সম্পৃক্ততা নেই। আর মেজবাহ উদ্দিন কবে চরফ্যাসন এসেছেন, তা আমার জানা নেই।’

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সাবেক সচিব মেজবাহ উদ্দিন ঈদ শুভেচ্ছা বিনিময়কালে লোকজন তাঁকে নিয়ে স্লোগান দেন। এসময় চেয়ারম্যান সেলিম হাওলাদারের কর্মীরাও বর্তমান সংসদ সদস্যের পক্ষে স্লোগান শুরু করলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।’

সর্বশেষ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মেজবাহ উদ্দিন। সম্প্রতি অবসরে গেছেন তিনি।

Facebook Comments Box

Posted ৩:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com