রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাসের রেষারেষিতে নিহত মোটরসাইকেলের চালক, ২ বাসে আগুন

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   172 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাসের রেষারেষিতে নিহত মোটরসাইকেলের চালক, ২ বাসে আগুন

সাভারের আশুলিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী এক যুবকের। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুটি বাস। রোববার সকাল ৮টার দিকে আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকার বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেহেদী হাসান (২২)। সে রাজধানীর ডেমরা টুলটুলিয়া এলাকার বাহারুলের ছেলে। মেহেদী আশুলিয়ার ঘোষবাগ এলাকায় বসবাস করে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলীনুর পরিবহনের দুটি বাস ঢাকা থেকে বাইপাইলের দিকে যাচ্ছিল। তারা জিরাবো এলাকায় পৌঁছালে দুটি বাসই একে অপরকে ধাক্কা দিয়ে ওভারটেকিং করার সময় মোটরসাইকেল আরোহী মেহেদী একটি বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাস দু’টিকে আটক করে যাত্রীদের নামিয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় যেতে বিপাকে পড়ে । খবর পেয়ে পুলিশ ও জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১ ঘণ্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। একই সঙ্গে সড়ক থেকে বাস দুটিও সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সড়কে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে বাস চালানোর সময় দুই বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মেহেদী। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হলে উত্তেজিত জনতা বাস দু’টিতে আগুন ধরিয়ে দেয়। পরে তাদেরকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় বাস দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com