রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

সারাদেশ ডেস্ক   |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   199 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্য গোলাগুলির ঘটনায় সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এতে আহত হয়েছে এক শিশুও।

শনিবার ভোররাতে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৮ ডব্লিউতে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলম কুতুপালং ক্যাম্প-৮ ডব্লিউর এ/৪২ ব্লকের পচা বাজার এলাকার মৃত মোহাম্মদ হাসিমের ছেলে। আহত শিশু তাইফুর (১২) একই ক্যাম্পের সাব ব্লক ডি-৫ এর নুরুল আমিনের ছেলে।

গোলাগুলিতে নিহতের ঘটনা নিশ্চিত করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ জানান, ভোরে ক্যাম্প-৮ ডব্লিউতে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ১২ বছর বয়সী এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com