সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ মিনারে ফুল দিয়ে গিয়ে আ’লীগের দুই গ্রুপের হাতাহাতি

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   102 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহীদ মিনারে ফুল দিয়ে গিয়ে আ’লীগের দুই গ্রুপের হাতাহাতি

বরিশালের হিজলা উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার রাত ১২টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধা জানাবে- এ নিয়ে সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার ও যুগ্ম সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদারের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার অসুস্থ থাকায় তার পক্ষে ফুল দিতে যান দিপু সিকদার। এসময় সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার বাধা দিলে ঘটনার সূত্রপাত হয়।

এনায়েত হোসেন হাওলাদার জানান, সভাপতি অসুস্থ থাকায় সাধারণ সম্পাদক হিসেবে তার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সাংগঠনিক নিয়ম অমান্য করে যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার আলাদাভাবে ফুল দিতে গেলে শহীদ মিনারে অপ্রীতিকর ঘটনা ঘটে।

অন্যদিকে আলতাফ মাহমুদ দিপু সিকদার বলেন, প্রায় একমাস আগে উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভায় আসার সময় এনায়েত হোসেন হাওলাদারের ছেলের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন গৌরবদী ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতা। ওই বিষয়টির এখনও মীমাংসা হয়নি। তাই আওয়ামী লীগ নেতাকর্মীরা এনায়েত হাওলাদারের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে রাজি হননি। তারা আলাদাভাবে শ্রদ্ধা জানাতে গেলে এনায়েত হাওলাদার সহযোগীদের নিয়ে বাধা দেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

Posted ১২:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com