রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টাকা না দেওয়ায় শীল দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা

সারাদেশ ডেস্ক   |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   142 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাকা না দেওয়ায় শীল দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা

বাগেরহাটে শরণখোলা উপজেলায় টাকা না দেওয়ায় বাবা মো. মতিউর রহমানকে (৭৫) শীল দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর রাজাপুর জিবনদুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। পরে ছেলে মো. আলাউদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা জানান, আলাউদ্দিন মানসিক ভারসাম্যহীন। শুক্রবার সকালে বাবার কাছে তিনি টাকা চান। কিন্তু তার বাবা টাকা না দেননি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে শীল দিয়ে বাবাকে এলোপাথাড়ি আঘাত করেন। আঘাতে তার বাবার মাথা, পা ও হাত থেঁতলে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়। এসময় প্রতিবেশীরা আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আর আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তটি চলছে।

দুই বছর আগেও আলাউদ্দিন উপজেলার আমড়াগাছিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মেজর মোস্তফার মা হোসনে আরা বেগমের পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেন। তখনও তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়।

Facebook Comments Box

Posted ১:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com