
বাংলাদেশ ডেস্ক | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | প্রিন্ট | 29 বার পঠিত | পড়ুন মিনিটে
মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা এটিএম আজহারকে নির্দোষ ঘোষণা করায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। তাদের এ মশাল মিছিলকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় টিএসসি থেকে মশাল মিছিল নিয়ে হলপাড়ায় গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা। এ সময় বিজয় একাত্তর হল, জিয়াউর রহমান হল ও জসীমউদ্দিন হল থেকে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে দুয়োধ্বনি দেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বামপন্থি জোট এটিএম আজহারের মুক্তিতে বিক্ষোভ করে। যখন তারা হল পাড়ায় এসে পৌঁছায় তখন হল পাড়ায় বিভিন্ন হলের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে সম্বোধন করেন। গতকালও তারা মিছিল নিয়ে এসেছিলেন। তখনও হল পাড়ার শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়।
মিছিলে অংশগ্রহণকারীদের একজন বলেন, অভ্যুত্থানের হত্যার বিচার হয় না আবার এ টি এম আজহারকে খালাস করা হয়। এ যদি হয় বাংলাদেশের বিচারব্যবস্থার সংস্কৃতি তাহলে আমরা বুঝবো ফ্যাসিবাদী আমলে যেভাবে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছিল তা বজায় আছে।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
nykagoj.com | Stuff Reporter