রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক পরিস্থিতি সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আলোচনা

বাংলাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   60 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজনৈতিক পরিস্থিতি সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আলোচনা

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকা সফররত মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি নিকোল অ্যান চুলিক।

বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, দলগুলোর অর্থনৈতিক পলিসি ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে রাজনৈতিক দলগুলোর। বৈঠকে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিন দলের নেতারা।

গতকাল বুধবার গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসায় পর্যায়ক্রমে তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন এ কূটনীতিক। প্রথম আলোচনা হয় জামায়াতে ইসলামীর সঙ্গে। এতে উপস্থিত ছিলেন আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠক শেষে শফিকুর রহমান বলেন, বৈঠকে রাজনীতি এবং নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে। চুলিক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, ক্ষমতায় গেলে জামায়াতের অর্থনৈতিক এবং কূটনৈতিক নীতি কী হবে, তা জানতে চেয়েছেন। আঞ্চলিক বিষয়, সংখ্যালঘু, নারী অধিকার, শ্রমিক অধিকার নিয়েও জামায়াতের অভিমত জানতে চেয়েছেন। এসব বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছি। বাংলাদেশ একটি নাজুক সময় পার করছে। আশা করি, তা উপলব্ধি করে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

দ্বিতীয় বৈঠকটি হয় বিএনপির সঙ্গে। বিকেল সাড়ে ৪টার এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। বৈঠক বিষয়ে আমীর খসরু বলেন, নির্বাচন ও সংস্কারের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। সেখানে অর্থনীতি ও ট্যারিফের বিষয়টা আসছে। সবাই মিলে শুল্ক কীভাবে প্রত্যাহার করা যায়, তা নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি, শুল্ক একটা সহনীয় সীমার মধ্যে না আনলে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।

বিএনপির অর্থনৈতিক নীতি কী হবে, তা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিগত দিনে যত সংস্কার হয়েছে, বিএনপির সময়ে হয়েছে। অর্থনীতির সংস্কার বিএনপির সময়ে হয়েছে; রাজনৈতিক সংস্কার বিএনপির সময়ে হয়েছে। বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা– সব সংস্কার বিএনপির সময়ে হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সচ্ছলতা আমাদের সংস্কারের কারণে আসছে। আগামী দিনে আমরাও বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে যাব।
সবার শেষে নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন এনসিপির প্রতিনিধিরা। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে অংশ নেন দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচন বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের আগ্রহ ছিল। এ ছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তাসহ বাংলাদেশের সামনের রাজনীতি কোন দিকে যাবে এবং এনসিপির গঠন প্রক্রিয়া, সাংগঠনিক কার্যক্রম, আদর্শ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি, আমাদের রাজনৈতিক দল কেন, কোন পরিপ্রেক্ষিতে এগিয়ে যাচ্ছে। সংস্কার বিষয়ে সংস্কার কমিশনে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, সেটি আমরা বলেছি। আমাদের যে তিনটি দাবি– বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন; সেটা আমরা সুস্পষ্টভাবে বলেছি।

আওয়ামী লীগের বিচার এবং নির্বাচনে আসার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা– এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, এ বিষয়ে স্পষ্ট কোনো আলোচনা হয়নি।

আমাদের যে দলীয় অবস্থান– আমরা বলেছি যে বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক, রাজনৈতিক কার্যক্রম এবং নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনও চেয়েছেন বলে জানান তিনি।

Facebook Comments Box
বিষয় :

Posted ৭:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com