শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশাসনের দুর্বলতায় ডাম্পিং পয়েন্ট হচ্ছে নারায়ণগঞ্জ

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   74 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রশাসনের দুর্বলতায় ডাম্পিং পয়েন্ট হচ্ছে নারায়ণগঞ্জ

প্রশাসনের দুর্বলতার কারণে নারায়ণগঞ্জকে মেয়াদোত্তীর্ণ যানবাহনের ডাম্পিং স্পটে পরিণত করা হচ্ছে। এতে যানজট ও দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জে আয়োজিত এক মানববন্ধনের বক্তারা। গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পাঁচ দাবিতে এর আয়োজন করে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’।

সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, সাইনবোর্ড পর্যন্ত চলাচলের পারমিট থাকলেও শহরে ঢুকে পড়ছে মৌমিতা পরিবহনের বাস। কাদের হাত করে, কাদের আর্থিক সুবিধা দিয়ে শহরে ঢুকছে পরিবহনটি- এ প্রশ্নও তোলেন।

তিনি বলেন, ‘আমরা একটি সুন্দর নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি, এখানে কোনো সন্ত্রাস থাকবে না; যানজট থাকবে না, ফুটপাত থাকবে মুক্ত। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, প্রশাসনের দুর্বলতায় নারায়ণগঞ্জকে ডাম্পিং স্পট বানানো হচ্ছে।’

জেলা প্রশাসকের উদ্দেশে মাহবুবুর রহমান বলেন, ‘আপনি তো রোড ট্রান্সপোর্ট অথরিটি ও বিআরটিএ সভাপতি। মৌমিতা পরিবহনের সমস্যা সমাধানের দায়িত্বও আপনার ওপর থাকলেও তা সমাধানে ব্যর্থ হয়েছেন। কাদের কাছে জিম্মি হয়ে আছেন-জানতে চাই।’

নারায়ণগঞ্জবাসী একটি সিন্ডিকেটের কাছে অসহায় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শুধু মৌমিতা নয়, মেয়াদোত্তীর্ণ কোনো বাস নারায়ণগঞ্জ শহরে চলবে না। আপনি (ডিসি) ওসমান স্টেডিয়ামে বাস ডুবাতে চেয়েছেন, আমরা ভাসাতে চাই। আপনি নারায়ণগঞ্জে একটি সুষ্ঠু রোড ম্যানেজ করুন, যেখানে নারায়ণগঞ্জের যানবাহন চলবে।’

সংগঠনের সভাপতি নুরউদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, জেলা জাসদ সভাপতি মোহর আলী চৌধুরী, আয়োজক সংগঠনের সহসভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু প্রমুখ।

Facebook Comments Box

Posted ১২:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com