রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গা টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় আহত ২

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   222 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাঙ্গা টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় আহত ২

ফরিদপুরের ভাঙ্গায় থেমে থাকা যাত্রীবাহী বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কায় দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মহাসড়কের ঢাকা-মাওয়া-ভাঙ্গা টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সেখানে উদ্ধারকার্য চালায়। এসময় টোল আদায়ের কার্যক্রম ব্যাহত হওয়ায় টোল প্লাজা এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আহতরা হলেন, ঝিনাইদহ কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাজহারুল ইসলাম ও তার সহকারী উজ্জল সিকদার।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও টোল প্লাজার ইনচার্জ আবু হোসেন জাকারিয়া জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি বাস ভাঙ্গা টোল প্লাজার ৬নং লেনে টোল দিচ্ছিল। পেছন দিক থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার বাসটির সঙ্গে ধাক্কা খায়। পরে টোল প্লাজার কর্মী ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার ও আহতদের উদ্ধার করা হয়। এসময় ওই চিকিৎসক তার সহযোগীদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা হাসপাতালে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়। প্রায় আধাঘণ্টা পর টোল প্লাজা এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।

ডা. মাজহারুল ইসলামের সহকারী জানান, প্রচণ্ড কুয়াশার মধ্যে টোল প্লাজায় এসে নিয়ন্ত্রণ হারায় তাদের প্রাইভেটকারটি। ডা. মাজহারুলের আঘাত গুরুতর হওয়ায় ফরিদপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com