রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে আসছেন ৯০ জেলে, ভারতে ফিরছেন ৯৫ জন

বাংলাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে আসছেন ৯০ জেলে, ভারতে ফিরছেন ৯৫ জন

বিভিন্ন সময়ে আটক হয়ে ভারতের কারাগারে বন্দি থাকা ৯০ জন বাংলাদেশি জেলেকে আগামী রোববার দেশে ফিরিয়ে আনা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের কারাগারে থাকা ৯৫ জন ভারতীয় জেলেকে ফিরিয়ে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতে আটকে থাকা ১৮৫ জন জেলেকে নিজ নিজ দেশে ফেরত দেওয়া হচ্ছে। রোববার আন্তর্জাতিক জলসীমায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে আটক হওয়া ৯০ জন বাংলাদেশি জেলে ভারতে বন্দি রয়েছেন। আর বাংলাদেশের কারাগারে আছেন ৯৫ জন ভারতীয় জেলে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে বা নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর এবং ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে বা নৌকর্মীকে গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে ভারতে আটক বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল এবং বাংলাদেশে আটক ভারতের ছয়টি ফিশিং বোটও হস্তান্তরিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে আগামী ৫ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে। এরপর আগামী ৬ জানুয়ারি বিকেলে বাংলাদেশি জেলে বা নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামে ফেরত আসবেন বলে আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, গত অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ জলসীমায় প্রবেশের কারণে ৯৫ জন ভারতীয় জেলে এবং তাদের ছয়টি মাছ ধরার ট্রলার আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট ও পটুয়াখালি জেলা কারাগারে আটক এই ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

অন্যদিকে গত বছরের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেলসহ মোট ৭৮ জন আটক করা হয়। এছাড়াও গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফবি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। সেখানে থাকা ১২ বাংলাদেশি জেলে বা নৌকর্মীকে ভারত আটক করে নিয়ে যায়। ইতোমধ্যে তাদের কারামুক্তি দেওয়া হয়েছে।

৭৮ জন বাংলাদেশি জেলে বা নৌকর্মী ভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে এবং ১২ জন বাংলাদেশি জেলে পশ্চিমবঙ্গের কাকদ্বীপে বন্দি আছেন।

Facebook Comments Box

Posted ১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com