
বাংলাদেশ ডেস্ক | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 14 বার পঠিত | পড়ুন মিনিটে
থাইল্যান্ডের সুপ্রিম কোর্টে গতকাল মঙ্গলবার দেশটির প্রধান বিচারপতি চানাকারন থ্রেয়াভিচপলকুলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৈঠকে ডিজিটাইজেশন, আদালতের দক্ষতা বাড়ানো ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।
থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। থাইল্যান্ডের তৃতীয় নারী প্রধান বিচারপতি চানাকারন থ্রেয়াভিচপলকুলেরকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধান বিচারপতি। বিচারিক ব্যবস্থার ওপর জনগণের আস্থা বাড়াতে সর্বোচ্চ আদালতের উন্নয়ন অপরিহার্য বলে উল্লেখ করেন চানাকারন থ্রেয়াভিচপলকুলের। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তাঁকে আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে ড. সৈয়দ রেফাত আহমেদ থাইল্যান্ডের আইনমন্ত্রী তাউই সোডসংয়ের সঙ্গে দেখা করেন। আইনমন্ত্রী সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষণ দেওয়ার জন্য প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানান।
ব্যাংককে ‘এচিভিং জাস্ট সোসাইটিজ: ইনক্লুসিভ জাস্টিস পাথওয়েস ফর পিপল অ্যান্ড প্ল্যানেট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক জাতিসংঘের সম্মেলনে অংশগ্রহণ ও মূল বক্তব্য দিতে এই সফরে যান প্রধান বিচারপতি। সেখানে বিচার বিভাগের স্বাধীনতা ও অখণ্ডতাবিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন তিনি। এ ছাড়া তিনি বেশ কয়েকজন আইনজীবী, শিক্ষাবিদ ও কূটনীতিকের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী উপস্থিত ছিলেন।
Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter