রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দল আর মার্কা নয়, এখন সময় যোগ্যতা দেখার

বাংলাদেশ ডেস্ক   |   শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   22 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দল আর মার্কা নয়, এখন সময় যোগ্যতা দেখার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় শুক্রবার কেন্দ্রীয় সমন্বয়করা আশা প্রকাশ করেছেন, আগামীতে দেশের জনগণ দল আর মার্কার পরিবর্তে যোগ্যতা দেখে ভোট দেবেন। তারা গণঅভ্যুত্থানকালে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

এদিন মতবিনিময়ের আয়োজন করা হয় পঞ্চগড়, বগুড়ার শেরপুর ও জয়পুরহাটে। তবে ময়মনসিংহে সভা হওয়ার কথা থাকলেও স্থানীয় সমন্বয়কদের একাংশের বাধার কারণে তা পণ্ড হয়।
৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিভিন্ন জেলায় গিয়ে মতবিনিময় সভা করছেন। গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, দেশ পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এসব সভার আয়োজন করা হচ্ছে। এতে উপস্থিত থাকছেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা।

পঞ্চগড় প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, যে প্রার্থী আপনাদের কথা শুনবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, জবাবদিহি করবেন, তাঁকেই আগামী সংসদে আপনারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। একটা জিনিস মনে রাখুন, দল আর মার্কা দেখার সময় শেষ। এখন সময় যোগ্যতা দেখার।
গতকাল বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক এসআই শাহীন, রাকিবুল রানা মাসুদ, জহির রায়হান, তরিকুল ইসলাম, আবু সাঈদ লিওন প্রমুখ বক্তব্য দেন।

শিক্ষার্থীদের মা-বাবাদের উদ্দেশ করে সারজিস আলম বলেন, আপনাদের সন্তানদের শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন না দেখিয়ে তাদের রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে বলুন। তাদের একজন যোগ্য, মেধাবী, সৎ, ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হতে বলুন।
তিনি বলেন, সীমান্ত এলাকার মানুষকে বিএসএফের গুলিতে হত্যা করা হচ্ছে। কোনো গুলির বিচার ফ্যাসিস্ট হাসিনা সরকার করতে পারেনি। যারা ভারতের সেবাদাস হিসেবে ছিল, যারা ওই দেশটির সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক বেঁধে ছিল, তাদের বিচার করতে হবে।

ময়মনসিংহে সভা স্থগিত
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহে পূর্বনির্ধারিত মতবিনিময় সভা হয়নি। গতকাল নগরের সার্কিট হাউস ময়দানে বিকেলে এ সভা হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিত থাকারও কথা ছিল। ময়মনসিংহের স্থানীয় সমন্বয়কদের বিরোধিতার পর সভা স্থগিত হয়ে যায়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফেসবুকে লাইভে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা স্থগিত করার দাবি জানিয়ে একাংশ ফেসবুকে স্ট্যাটাস দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মতবিনিময় সভা করতে সমন্বয়কদের ১০ সদস্যের একটি দল ময়মনসিংহে আসে। তবে আয়োজন ঘিরে ঢাকা থেকে আসা অতিথিদের সঙ্গে স্থানীয় সমন্বয়কদের মতবিরোধ দেখা দেয়। স্থানীয় সমন্বয়কদের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুক লাইভে এসে ওই মতবিনিময় সভায় যোগ না দিতে সাধারণ ছাত্রদের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে শুক্রবার সকাল ১০টার মধ্যে ঢাকা থেকে আসা সমন্বয়কদের ময়মনসিংহ ছাড়ার সময় বেঁধে দেওয়া হয়।
ময়মনসিংহের ছাত্র আন্দোলনের সমন্বয়ক গকুল সূত্রধর মানিক বলেন, ‘ঢাকা থেকে যারা এসেছেন, তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেননি। এই সমাবেশের সঙ্গে ময়মনসিংহের আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। ঢাকা থেকে যারা এসেছেন, আমাদের জানামতে তারা সবাই বিতর্কিত। তাদের কোনো ধরনের অনুষ্ঠান করতে দেওয়া হবে না।’

হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি
জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা। অনুষ্ঠান শেষে জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় সমন্বয়করা।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম প্রমুখ বক্তব্য দেন।

বগুড়ার শেরপুরে সমন্বয়কের ওপর দুর্বৃত্তের হামলা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর সশস্ত্র হামলা হয়েছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শুক্রবার বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া দহপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়ক ফেরদৌস শেখ গুরুতর আহত হয়েছেন। তিনি সেরুয়া দহপাড়া গ্রামের সন্তান।
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফেরদৌস শেখ বলেন, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন সেরুয়া দহপাড়া এলাকার ফজল হকের ছেলে সোহেল রানা। তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতেন। পাশাপাশি মাদক ব্যবসা করতেন। এ ছাড়া আন্দোলন চলাকালে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন। এনিয়ে মাদক ব্যবসায়ী সোহেল রানার সঙ্গে সমন্বয়ক ফেরদৌস শেখের বিরোধ তৈরি হয়। এরই জেরে স্থানীয় সড়কে তাঁকে একা পেয়ে সশস্ত্র সন্ত্রাসী সোহেল রানা ও তার আরেক সহযোগী উজ্জল মিয়া হামলা চালায়। শেরপুর থানার এসআই রবিউল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েই অভিযুক্ত সোহেল রানাকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com