রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গুরুতর অভিযোগে জাতিসংঘের তদন্তে সহযোগিতার আশা

বাংলাদেশ ডেস্ক   |   বুধবার, ২৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   64 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুরুতর অভিযোগে জাতিসংঘের তদন্তে সহযোগিতার আশা

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত সাম্প্রতিক গুরুতর নির্যাতনের তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে প্রস্তাব চাওয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের অন্য কর্মকর্তাদের কাছে লেখা চিঠিতে এ কথা বলেছে সংস্থাটি।
সমকাল
সোমবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে বলা হয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় বা ওএইচসিএইচআর থেকে পর্যবেক্ষণ করা উচিত এবং কাউন্সিলে প্রতিবেদন প্রকাশ করা উচিত। আগামী ৯ সেপ্টেম্বর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৭তম অধিবেশন শুরু হবে।

এইচআরডব্লিউ বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে একটি স্বাধীন অভ্যন্তরীণ তদন্ত কার্যক্রম শুরুর জন্য অন্তর্বর্তী সরকারের উচিত ওএইচসিএইচআর এবং জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা। এ অভ্যন্তরীণ কার্যক্রম জাতিসংঘের সহায়তা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে হওয়া উচিত, যাতে এর স্বাধীনতা ও আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড মেনে চলা নিশ্চিত করা যায়।

এইচআরডব্লিউর চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উচিত জরুরি ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর ওপর বেসামরিক তদারকি আনা; র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব ভেঙে ফেলা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও অবমাননাকর আইন পুনর্বিবেচনা করা।

বাংলাদেশের পুনর্গঠনে সহযোগিতা করবে তুরস্ক

বাসস জানায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানান। এরদোয়ান বাংলাদেশে বন্যায় ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন এবং তুরস্ক বন্যাদুর্গতদের মানবিক সহায়তা দেবে বলে জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান।

ড. ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোয়ান আমন্ত্রণ গ্রহণ করেছেন।

Facebook Comments Box

Posted ৪:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com