শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা উধাও, বিপাকে দীঘি

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   108 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা উধাও, বিপাকে দীঘি

বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘির এক লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এ ঘটনায় তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে অভিযোগ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডিবি।

সোমবার ডিবি সূত্র জানিয়েছে, অভিনেত্রী দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়। হ্যাক করে বিকাশ থেকে টাকা নিয়ে নেয় প্রতারকরা। এর পর তিনি ডিবিতে অভিযোগ দিলে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে প্রার্থনা ফারদীন দীঘি গণমাধ্যমকে বলেন, আমার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে এক লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। ওইদিনই একটা কাজের পেমেন্ট পেয়েছিলাম। আর এরপরই ঘটনা। এই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি।

প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। ২০০৮ সালে মুক্তি পায় পিএ কাজল পরিচালিত সিনেমা ‘১ টাকার বউ’। সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান। সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনূরের মেয়ের ভূমিকায় দেখা যায় দীঘিকে। অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দীঘি।

সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।

Facebook Comments Box

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com